ধর্মনগর প্রতিনিধি।
আসন্ন ১২ তম লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিভিন্ন কাজকর্ম গুলি প্রচন্ড সতর্কতা ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অঙ্গ হিসেবে ধর্মনগরের উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুই দিনব্যাপী মহকুমা প্রশাসনের উদ্যোগে মক্ ফলের আয়োজন করা হয়েছে। ২৬ মার্চ অর্থাৎ মঙ্গলবার প্রিসাইডিং অফিসার ও ফাস্ট পোলিং যারা রয়েছে তাদের প্রশিক্ষণের আয়োজন করা হয়। মোট 279 জন প্রিসাইডিং অফিসার এবং ২২৯ জন ফার্স্ট পোলিং অফিসার মোড পাঁচশ আট জনের আজকে প্রশিক্ষণ দেওয়া হয়। বিদ্যালয়ের মোট 12 টি কক্ষকে বেছে নিয়ে ছয়টিতে থিওরি এবং বাকি ছয়টিতে ইভিএম এর প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়। মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া জানান আগামীকাল অর্থাৎ 27 মার্চ second polling থার্ড পোলিং এবং গ্রুপ ডি এর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সারাদিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরকে কঠোর তত্ত্বাবধানে পর্যালোচনা করা হচ্ছে।
ধর্মনগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুই দিনব্যাপী মক ফল শুরু হয়েছে।
104