Home » বিশালগড়ের কুখ্যাত নেশা কারবারি নাসিরকে জালে তুললো পুলিশ

বিশালগড়ের কুখ্যাত নেশা কারবারি নাসিরকে জালে তুললো পুলিশ

by admin

প্রতিনিধি, বিশালগড় , ২৪ জানুয়ারি।। বিশালগড়ের কুখ্যাত নেশা কারবারি নাসির আহমেদকে জালে তুললো বিশালগড় থানার পুলিশ। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রয়েছে বিশালগড় থানায়। প্রায় তিন মাস ধরে পালিয়ে বেড়াচ্ছিল সে। অবশেষে মঙ্গলবার গভীর রাতে নোয়াপাড়ার নিজ বাড়ি থেকে নাসির আহমেদকে আটক করতে সক্ষম হয় পুলিশ। রাতে পুলিশের আনাগোনা টের পেয়ে পালানোর চেষ্টা করে সে। কিন্তু বাড়ির চারপাশ ঘিরে তল্লাশি চালায় পুলিশ। তার বাড়ির লোকেরা নাসিরের গ্রেপ্তার এড়াতে নানা ফন্দি ফিকির করে। কিন্তু কোন লাভ হয়নি। নাসিরকে ঘাড় ধরে থানায় নিয়ে যায় পুলিশ। গত ২০২৩ সালের ৪ নভেম্বর কড়ুইমুড়া বাজারে নেশা সামগ্রী বিক্রি করতে গিয়েছিল নাসির আহমেদ এবং তার সহযোগী তিন জন। আগাম খবর পেয়ে অভিযান চালায় বিশালগড় থানার পুলিশ। অভিযানে তিন জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। কিন্তু পালিয়ে যায় নাসির আহমেদ। এরপর থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। কিন্তু পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। অবশেষে মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে পুলিশের হাতে ধরা পড়ে নাসির আহমেদ। বিশালগড় থানার ওসি তাপস দাস জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে চুরি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। থানায় চুরির মামলাও রয়েছে। সবগুলো মামলার তদন্ত প্রক্রিয়া শুরু হবে

You may also like

Leave a Comment