Home » অটল কবিতা ও সাহিত্য উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় উদয়পুরে

অটল কবিতা ও সাহিত্য উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় উদয়পুরে

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন কে কেন্দ্র করে উদয়পুরে ২৫শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অটল কবিতা ও সাহিত্য উৎসব । উদয়পুর রাজর্ষি কলা কেন্দ্রে শুরু হচ্ছে এই উৎসব । তার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা । অটল কবিতা ও সাহিত্য উৎসব কে কেন্দ্র করে রবিবার সকাল ৯ টায় উদয়পুর জামতলা টাউন হলের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় । এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন , বিধায়ক অভিষেক দেবরায় , জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায় , বিশিষ্ট সমাজসেবী সুব্রত চক্রবর্তী , প্রবীর দাস সহ প্রমুখ । বর্ণাঢ্য শোভাযাত্রাটি টাউন হলের সামনে থেকে শুরু হয়ে উদয়পুর শহরের নানা পথ পরিক্রমা করে রাজর্ষি হলের সামনে গিয়ে শেষ হয় । রবিবার সকালের অটল কবিতা ও সাহিত্য উৎসব কে কেন্দ্র করে বিভিন্ন বিদ্যালয়ের স্কুল পুড়য়া ছাত্রছাত্রী থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের শিল্পী বৃন্দরা অংশ নেন বর্ণাঢ্য শোভাযাত্রায়। দেশমাতৃকার বিভিন্ন সংগীত পরিবেশন করা হয় । এক জাঁকজমক পূর্ণভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা টি অনুষ্ঠিত হয় গোটা উদয়পুর শহরে ।

You may also like

Leave a Comment