Home » বামের ভাব ধারা ছাড়তে নারাজ ওসি বাবুল দাস

বামের ভাব ধারা ছাড়তে নারাজ ওসি বাবুল দাস

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

বামের ভাবধারা ছাড়তে নারাজ ওসি বাবুল দাস। বর্তমান রাজ্য সরকারের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা পুলিশকে সব রকম ভাবে আইন মেনে এই সমাজকে পরিবর্তন করার জন্য বার্তা দিয়ে থাকেন । রাজ্য প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে মোটরযান চালিত আরোহীরা । তাই রাজ্য ট্রাফিক দপ্তর থেকে একটি নির্দেশ জারি করা হয়েছিলো মোটর বাইক চালক ও তার সাথে বসা আরোহীকে হ্যামলেট পরিধান করতে হবে । কিন্তু রাজ্য সরকারের সেই নির্দেশকেই কর্নপাত করতে নারাজ বামের ছত্রছায়া থাকা এক সময়ের পুলিশ অফিসার তথা বর্তমানে উদয়পুর আর কে পুর থানার ওসি বাবুল দাস । গত এক মাস আগেই উদয়পুর থানায় এক মহিলা সাথে বাকবিতণ্ড এবং আরো নানা ঝামেলা নিয়ে ওসিকে থানা থেকে ক্লোজ করে গোমতী জেলা পুলিশ সুপারের অফিসে নিয়ে রাখা হয় । দীর্ঘদিন ছুটিতে থাকার পর অবশেষে পুনরায় তাকে গোমতী জেলার পুলিশ সুপারের অফিস থেকে উদয়পুর থানায় নিয়ে আসা হয় ওসি হিসাবে। বর্তমানে থানায় এসেই আগের রূপ ধারণ করে ওসি বাবুল দাস। বিনা হ্যামলেটে পুলিশের সরকারি বাইকে চেপে শহর দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। এর ফলে এক শ্রেণীর যুবকদের মধ্যে ওসির এই ধরনের মনোভাব দেখে ওশৃংখল যুবকরা ও শহরে বাইকের দাপাদাপি শুরু করে দিয়েছে । উদয়পুরের সচেতন মহল প্রশ্ন তুলতে শুরু করেছে ওসি বাবুল দাসের বিরুদ্ধে বিনা হ্যামলেটে কিভাবে বাইকের পেছনে বসে সরকারি নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলেছেন তার বিরুদ্ধে ট্রাফিক আইনে কতটুকু জরিমানা করা হবে। ওসি বাবুল দাসের এইধরনের কার্যকলাপে নিন্দার ঝড় উদয়পুর শহরে ।

You may also like

Leave a Comment