Home » বিশালগড়ে তেজস্বিনী সন্মেলন অনুষ্ঠিত

বিশালগড়ে তেজস্বিনী সন্মেলন অনুষ্ঠিত

by admin

প্রতিনিধি, বিশালগড় ,
২৪ ডিসেম্বর।। স্বধর্ম রক্ষা থেকে শুরু করে স্বাধীনতার লড়াই, সর্বক্ষেত্রে বলিদান দিয়েছে ভারতীয় নারী। আজও প্রশাসন থেকে শুরু করে সরকার এবং সামরিক থেকে শুরু করে ক্রীড়া সবক্ষেত্রে সমান তালে ভারতবর্ষকে গৌরবান্বিত করছে।
ভারতীয় চিন্তনে নারীকে শক্তি রূপে হিসেবে পূজা করা হয়। যুগে যুগে সম্মানের আসনে ছিলেন ভারতীয় নারী। নারী তেজস্বিতার এবং বীরাঙ্গনার প্রতীক।রবিবার বিশালগড় নতুন টাউন হলে নারীদের নিয়ে তেজস্বিনী সন্মেলন অনুষ্ঠিত হয়। সিপাহীজলা জেলার বিভিন্ন প্রান্ত থেকে নারীরা অংশ নেন সম্মেলনে। সকাল দশটায় প্রথমে পঞ্জিকরণ ও জলপান হয়। তারপর দ্বীপ প্রজ্জ্বলন, উদ্বোধনী সংগীত, পরিচয় ও বরণ এর মাধ্যমে সন্মেলনের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল ভারতীয় চিন্তনে মহিলা, ভারতে মহিলাদের স্থিতি, রাষ্ট্র নির্মাণে মহিলাদের ভূমিকা। সন্মেলনের বৌদ্ধিকদাতা ভারতীয় শিক্ষা সংস্কৃতিতে নারীদের কৃতিত্ব নিয়ে আলোচনা করেন।ভারতবর্ষকে নারী হিসেবে সন্মাননা প্রদান করে,ভারত মাতা রূপে পূজা করা হয়। নারীদের চিত্তের দৃঢ়তা হওয়া উচিত সীতা মাতার ও দ্রৌপদীর মতো। ভারতের নারীদের আদর্শ হওয়া মৈত্রী, গার্গী, লোপামুদ্রার মতো। তাছাড়া বিভিন্ন যুগের নারী যেমন রাস সুন্দরী দাসী, সাবিত্রী বাই ফুলে, ভগিনী নিবেদিতা প্রভৃতি মহীয়সীর জীবনী নিয়ে আলোচনা করা হয় এই সন্মেলনে। নারীরা দেশ তথা সমাজ গঠনে অগ্ৰনী ভূমিকা পালন করে। ভবিষ্যৎ প্রজন্মকে ভারতীয় শিক্ষা সংস্কৃতি দিয়ে গড়ে তোলার দায়িত্ব নারীদের হাতে। সন্মেলনে উপস্থিত ছিলেন ড. মুন্নি দে, শিবানী অধিকারী সহ অন্যান্যরা। শেষে বন্দেমাতরম সংগীত, সমবেত ভোজন মন্ত্র ও ভোজন শেষে সন্মেলনের সমাপ্তি ঘটে।

You may also like

Leave a Comment