Home » আর কত ? এসটিজিটি র পরীক্ষার্থীরা এখন অনেক ক্লান্ত !

আর কত ? এসটিজিটি র পরীক্ষার্থীরা এখন অনেক ক্লান্ত !

by admin

মুখ্যমন্ত্রীর কাছে আবারো বিনম্র আবেদন এসটিজিটি পরীক্ষার্থীদের। বছর ঘুরে গেলেও ফলাফল প্রকাশ ও নিয়োগ সংক্রান্ত দাবী ঘুরে ফিরে দাড়িয়ে আছে সেই এক তিমিরেই। তার সাথে ভাগ্যের চাকা ও থেমে গেছে বহু পরীক্ষার্থীর। কেউ কেউ ওভার এজ হয়ে যাচ্ছেন। কারো কারো ধৈর্যের বাঁধ আর শক্ত ভাবে টিকে থাকতে পারছে না। তাই আবারো করজোড়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন বার্তা লিখে প্লে কার্ড হাতে নিয়ে রাজধানীর সিটি সেন্টার এ মিলিত হলেন রাজ্যের এসটি জিটি পরীক্ষার্থীরা। ২০২২ সালের শেষের দিকে এই পরীক্ষার্থীরা বহু স্বপ্ন নিয়ে পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু বছর ঘুরে গেলেও, এখনো তাদের কেন ফলাফল প্রকাশ করা হল না এবং নিয়োগ এর ও কোনো উদ্যোগ নেওয়া হল না সেই নিয়ে বারংবার প্রশ্ন তুললেও উত্তর নেই । তথাপি তারা বিরম্র চিত্তে এখনো মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শিক্ষা দপ্তরের দিকে এক রাশ আশা নিয়ে বসে আছেন ।

You may also like

Leave a Comment