ধর্মনগর প্রতিনিধি।
মহকুমা আইন সেবা কমিটির উদ্যোগ লাল চড়া গ্রাম পঞ্চায়েতের বাজারটিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কনজ্যুমার প্রোডাকশন রাইট একট এর উপর এক আইনের সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় ভিডিও সভাপতিত্ব করেন লাল ছড়া গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান অঞ্জলি রানী দাস মহোদয় এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সদস্য সদস্য এবং এলাকার জনগণ রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট কোয়েল সিংহ চৌধুরী মহোদয় উনি ওনার আলোচনায় কিভাবে ভোক্তা সঠিক নিয়ম মেনে জিনিস ক্রয় করবেন এবং বক্তারা ঠকলে কিভাবে আদালতের দ্বারস্থ হবেন একজন ভোক্তা হিসেবে কি কি জিনিস জানা থাকা দরকার কিছু অসাধু ব্যবসায়ীরা বক্তাদের কিভাবে ঠকাচ্ছেন এবং ভোক্তা দের কিভাবে সচেতন হতে হবে আলোচনা এছাড়া রিগাল সার্ভিস অথরিটি থেকে কি কি আইনের সুযোগ সুবিধা মানুষ পেতে পারে তা নিয়েও বিস্তারিত আলোচনা করে সকলের দৃষ্টি আকর্ষণ করা এছাড়া শিবিরের উপস্থিত ছিলেন স্বপ্না চক্রবর্তীশতাব্দী ভট্টাচার্য
লাল চড়া গ্রাম পঞ্চায়েতের বাজারটিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কনজ্যুমার প্রোডাকশন রাইট একট এর উপর এক আইনের সচেতনতা শিবির অনুষ্ঠিত
134
previous post