প্রতিনিধি, উদয়পুর :-
ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা আহবানে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উদয়পুর রাজর্ষি কলা কেন্দ্রে । প্রদীপ প্রজ্জ্বলন ও ভারতমাতার প্রতিক্রিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, জীতেন্দ্র মজুমদার, পুর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার এবং ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা সভাপতি গৌতম দাস সহ প্রমূখ। রক্তদান শিবিরে ভাষণ রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকে সবার আগে নির্দেশ দিয়েছিলেন রাজ্যে যেন উৎসবের মেজাজে রক্তদান শিবির করা হয় । তার কারণ রাজ্যে প্রতিদিন বিভিন্ন হাসপাতালে রক্তের খুবই প্রয়োজন হয়ে পড়েছে। যা এর সংকট থেকে মুক্তি দিতে পারে একমাত্র রাজ্যের সকল অংশের জনগণ । মন্ত্রী বলেন এই ভারতবর্ষে যারা সর্বোচ্চ ধনীবান হিসেবে রয়েছেন তারা কখনো রক্তে কারখানা তৈরি করতে পারবেন না । যা রক্ত একমাত্র মানুষের দেহে উৎপন্ন হয় । তাই এদিন মন্ত্রী আহ্বান রাখেন আগামী দিনেও যেন রাজ্য কর্মচারী সংঘ রক্তদানে এগিয়ে আসে । মেগা রক্তদান শিবিরে সমস্ত বিধায়করা রক্তদানের উপর আলোচনা রাখেন । পরে অর্থমন্ত্রী সহ সমস্ত বিধায়ক এবং সকল অতিথিরা রক্তদান শিবির কেন্দ্রটি ঘুরে দেখেন কথা বলেন রক্তদাতাদের সাথে। এই মেগা রক্তদান শিবিরে ১২৫ জন রক্তদাতা রক্তদানে অংশগ্রহণ করেন ।