Home » কচ্ছপ গতিতে বাড়ছে করোনা

কচ্ছপ গতিতে বাড়ছে করোনা

by admin

প্রতিনিধি কৈলাসহর:-ফের করোনার প্রকোপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে।দশ দিনের ব্যবধানে আবারও ঊনকোটি জেলায় করোনা ভাইরাস আক্রান্ত এক ব্যক্তি।এ নিয়ে জেলা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে।এবার করোনা ভাইরাস আক্রান্ত ঊনকোটি জেলার পেচারথলে নয়, এবার জেলাসদর কৈলাসহরের জগন্নাথপুর গ্রামে।এব্যাপারে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: জে.বি দারলং জানান যে,গত ১৪ই এপ্রিল ঊনকোটি জেলার পেচারথলে দুজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ার পরের দিন আরও তিনজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছিলো।পেচারথলে করোনা আক্রান্ত পাঁচজন পাবার পর ২৪শে এপ্রিল সোমবার কৈলাসহরের ভগবান নগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালে আরও একজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।মূখ্য স্বাস্থ্য আধিকারিক ড: জে.বি দারলং আরও বলেন যে,২৪শে এপ্রিল সোমবার দুপুরে কৈলাসহরের জগন্নাথপুর গ্রামের ৩৭বছরের এক যুবক ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রথমেই করোনা পরীক্ষার নির্দেশ দেন। পরীক্ষায় ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পাওয়া গেলে সাথে সাথেই আক্রান্ত ব্যক্তিকে স্বাস্থ্য দপ্তরের গাড়ি দিয়ে নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।করোনা আক্রান্ত ব্যক্তি হোম আইসোলেশনে রয়েছে বলেও জানান মূখ্য স্বাস্থ্য আধিকারিক ড: জ.বি দারলং।ইতিমধ্যে খবরটি সামাজিক মাধ্যমে চাউর হতেই গোটা জেলা জুড়ে জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে।এদিকে ঊনকোটি জেলার কৈলাসহর এবং কুমারঘাট প্রশাসন মাস্ক পড়া এবং নিয়মিত স্যানিটাইজ করার পাশাপাশি অসুস্থ বোধ করলে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের পরামর্শ গ্ৰহনের উপর গুরুত্বারোপ করেছেন।

You may also like

Leave a Comment