
প্রতিনিধি, বিশালগড় , ২৫ এপ্রিল।। ভিলেজ কাউন্সিল গুলোতে অচলাবস্থা চলছে। উন্নয়ন মূলক কাজ সঠিকভাবে বাস্তবায়নে অসুবিধা হচ্ছে । নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত তিপরা মথার পক্ষ থেকে বিভিন্ন এডিসি ভিলেজে উন্নয়ন মূলক কাজ তদারকি করতেন। কিন্তু নির্বাচনে ক্ষমতা দখলের স্বপ্ন ভঙ্গ হতেই আর ভিলেজ কাউন্সিল অফিসে পা বাড়ায়নি হতাশাগ্রস্ত তিপরা মথা। যেহেতু ভিলেজ কাউন্সিল নির্বাচন হয়নি তাই এতোদিন মনোনীত কমিটি উন্নয়ন মূলক কাজ তদারকি করতেন। ১৮ নির্বাচনের পর কোথাও আইপিএফটি আবার কোথাও বিজেপি কাজকর্ম পরিচালনা করতেন । ২০২০ সালে এডিসি নির্বাচনের পর তিপরা মথার নেতারা গায়ের জোরে ভিলেজ কাউন্সিলের দায়িত্ব নিয়ে নেয়। এবার তেইশের নির্বাচনের পর বেপাত্তা হয়ে যায় তিপরা মথা। এবার বিজেপি এবং আইপিএফটি জোট নেতৃবৃন্দ ভিলেজ কাউন্সিলের অচলাবস্থা কাটানোর উদ্যোগ নিয়েছে । মঙ্গলবার জম্পুইজলা ব্লকের পশ্চিম এবং উত্তর টাকারজলা এডিসি ভিলেজের মনোনীত পরিচালন কমিটির তালিকা সংশ্লিষ্ট ভিলেজ কাউন্সিল সচিবের নিকট তুলে দেন বিজেপি আইপিএফটি নেতৃবৃন্দ। পশ্চিম টাকারজলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন যথাক্রমে দিলীপ দেববর্মা, সবিতা দেববর্মা। উত্তর টাকারজলা ভিলেজের চেয়ারম্যান সুকুমার দেববর্মা, ভাইস চেয়ারম্যান গীতা দেববর্মা মনেনীত হয়েছেন। বিজেপির জেলা কমিটির সম্পাদক নির্মল দেববর্মা জানান মানুষের কাছে থেমে থাকতে পারে না। অচলাবস্থা কাটিয়ে সরকারি প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু হবে। জম্পুইজলা ব্লকের সবগুলো এডিসি ভিলেজে মনোনীত কমিটি গঠন করা হবে। ভিলেজ কাউন্সিল নির্বাচন পর্যন্ত এই কমিটি কাজ করবে বলে জানান তিনি।