123
আইন রক্ষনার্থে ও লোকজনদের সুরক্ষা প্রদানে বিপাকে পরতেহলো শান্তির বাজার থানার ওসি অনুপম দাসকে। ঘটনার বিবরনে জানাযায় শুক্রবার শান্তির বাজারে কংগ্রেসের পদ যাত্রাকে কেন্দ্রকরে অশান্তিকর পরিবেশের সৃষ্টিহয়। এই অশান্তিকর পরিস্থিতিতে স্বাভাবিক করতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে আক্রান্তহয় শাসকদলের কিছুসংখ্যক কর্মী। এইনিয়ে শুক্রবার সন্ধ্যাবেলায় ওসি অনুপম দাসের চাকুরির বরখাস্ত করার দাবীতে মহকুমার পুলিশ আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচী করাহয়। অপরদিকে শান্তির বাজারের সাধারন জনগন ওসির এইধরনের পদক্ষেপে খোবই খুশি। সকলে চাইছে শান্তির বাজারে এমনধরনের লোককে রাখাহোক। যে আধিকারিক লোকজনদের নিরাপত্তায় কাজ করবে।