ধর্মনগর প্রতিনিধি,,আজ ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে আজ যুবরাজনগর আর ডি ব্লকের কমিউনিটি হলে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল “মাদক দ্রব্যের অপব্যবহার এবং তার পরিবারের উপর প্রভাব বাল্যবিবাহ ও মহিলা সুরক্ষা “।অনুষ্ঠানটি শুরু হয় আনুমানিক বেলা বারোটা নাগাদ। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের মাননীয়া চেয়ারপার্সন শ্রীমতী ঝর্না দেববর্মা তিনি বক্তব্য রাখতে গিয়ে মাদকের ভয়াবহতা, বিশেষ করে পরিবারে নারীদের উপর এর প্রভাব সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, “মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, একটি সম্পূর্ণ পরিবারকে ধ্বংস করে দিতে পারে। নারীরা পরিবারে মূল ভিত্তি হিসেবে কাজ করেন, তাই মাদকবিরোধী সচেতনতা তাদের মধ্যে আরও ছড়িয়ে দেওয়া জরুরি। পরে বাল্যবিবাহ এবং নারী সুরক্ষা নিয়েও বিস্তারিত আলোচনা করেন এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেনকমিশনের সদস্যা রত্নাদেবনাথ, জেলা সভাপতি কাজল দাস,সমাজসেবী রূপালী অধিকারী, ব্লক চেয়ারম্যান অপর্না সিংহ দেব নাথ,মলিনা নাথ সহযুবরাজনগর ব্লকের অধিকাংশ মহিলাদের উপস্থিত ছিল লক্ষণীয়।
ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে সচেতনতামূলক শিবির যুবরাজনগরে।।
37