Home » মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব , সুস্থ কৈশোর অভিযান শুরু হলো গোমতী জেলায়

মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব , সুস্থ কৈশোর অভিযান শুরু হলো গোমতী জেলায়

by admin

প্রতিনিধি, উদয়পুর :-জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব , সুস্থ কৈশোর অভিযান ২৪ শে অক্টোবর থেকে শুরু হয়েছে ‌। বৃহস্পতিবার গোমতী জেলা ভিত্তিক শুভ সূচনা করেন উদয়পুর জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় । এছাড়া ছিলেন , বিধায়ক অভিষেক দেবরায়, পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার ও জেলার স্বাস্থ্য অধিকারীক কমল রিয়াং এবং মহকুমা স্বাস্থ্য অধিকারিক জয়দ্বীপ দেববর্মা সহ প্রমুখ । অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন মহকুমা স্বাস্থ্য অধিকারিক জয়দ্বীপ দেববর্মা । পরে বিধায়ক ভাষণ রাখতে গিয়ে বলেন , মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর অভিযানে ২৪ শে অক্টোবর থেকে ৩০ অক্টোবর গোমতী জেলায় ১৮ টি হাসপাতাল , ১৪৪ টি উপ স্বাস্থ্যকেন্দ্র , ৬২৭টি স্কুল ও তিনটি কলেজ এবং ১ হাজার ৩২৮ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পরিষেবা দেওয়া হবে । গোমতী জেলার স্বাস্থ্যকর্মী , চিকিৎসক , স্বাস্থ্য মিশনের কর্মী সহ ১০৫০ জন দিদিমণিরা এই কাজে যুক্ত থাকবেন । পরে জিলা সভাধিপতি ভাষণ রাখতে গিয়ে বলেন , মাতৃদুগ্ধ পান বিষয়ের সচেতনতা , এইচ বি এন সি এবং এইচ বি ওয়াইসি , ভিটামিন এ পরিপূরক , পোষন অভিযান, কিশোরী বিবাহ ও গর্ব অবস্থায় প্রতিরোধ নিমোনিয়া সংক্রান্ত সমস্যার সনাক্তকরণ আই ডি সিএফ কর্মসূচির মধ্য দিয়ে শূন্য থেকে পাঁচ বছরের শিশুদের ওআরএস ও জিংক ওষুধ এবং এনসিডি স্ক্যানিং কর্মসূচির মধ্য দিয়ে ৩০ বছরের উর্ধে ব্যক্তিদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ক্যান্সার সহ অন্যান্য রোগের সনাক্তকরণ করা হবে । এর সকল বাস্তবায়ন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের এক বড় ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন জিলা সভাধিপতি । পরে ছোট ছোট বাচ্চাদের মধ্যে পুষ্টি জাতীয় ঔষধ খাওয়ানো হয় অতিথিদের হাত ধরে । গোটা অনুষ্ঠানে উদয়পুর টাউনহলে আশা কর্মী থেকে শুরু করে জিএনএম ছাত্রীদের উপস্থিতি ছিল সারা জাগানো ।‌

You may also like

Leave a Comment