Home » ডুম্বুর জলাশয়ে নিখোঁজ মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার

ডুম্বুর জলাশয়ে নিখোঁজ মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ২৫ মার্চ:- টানা ২৬ ঘন্টা তল্লাশির পর অবশেষে সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ এনডিআরএফ এর কর্মীরা ডুম্বুর জলাশয় থেকে সনজিৎ নন্দির মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ময়না তদন্তের শেষে প্রশাসনের পক্ষ থেকে মরদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। এদিন সকালে তার মরদেহ বাড়িতে নিয়ে আসলে আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশীরা কান্নায় ভেঙ্গে পড়েন। সঞ্জিত নন্দীর দুই বছরের এক সন্তান, ৮০ বছরের বৃদ্ধ মা এবং স্ত্রী রয়েছে। সঞ্জিতই ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি একেবারে অসহায় হয়ে পড়েছে। উল্লেখ্য গত শনিবার গন্ডাছড়া থানাধীন মনোরঞ্জন দাস পাড়ার তিন যুবক হরিদাস, জ্যোতিষ মল্লিক, প্রদীপ দাস এবং পার্শ্ববর্তী জয় কিশোর পাড়ার সঞ্জিৎ নন্দি এই চার জেলে একসাথে ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে যায়। রাত আনুমানিক নয়টা নাগাদ জলাশয়ের সদানন্দ পাড়ায় হঠাৎ ঘূর্ণিঝড় ওঠে। তখন প্রান বাঁচাতে চার জেলে জলাশয়ের একটি ফিস কালচার বাক্স ঘরে আশ্রয় নেয়। যে ঘরটিতে তারা আশ্রয় নিয়েছিল সেই ঘরই তাদের চারজনের প্রাণ কেড়ে নেয়। অর্থাৎ ঘূর্ণিঝড়ে ঘরটি জলাশয়ে উল্টে যায়। এতে করে চার জনই জলের নীচে ঘরে আটকে পড়ে। রবিবার সকালে অন্যান্য জেলেরা জলাশয়ে মাছ ধরতে গেলে ঘটনাটি প্রত্যক্ষ করে প্রশাসনের কর্মকর্তাদের খবর দেয়। এরই পাকে উদ্ধার কাজে নামে মনোরঞ্জন দাস পাড়া এবং জয়কিশোর পাড়ার স্থানীয়রা। তারা আপ্রাণ চেষ্টা করে একে একে হরিদাস, জ্যোতিষ মল্লিক এবং প্রদীপ দাসের মৃতদেহ জল থেকে উদ্ধার করে। যদিও মহকুমা প্রশাসনের সিভিল ডিফেন্স, আপদা মিত্র, গন্ডাছড়া এবং রইস্যাবাড়ি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সহ এলাকার শত শত মানুষ উদ্ধার কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এদিন বিকেল পাঁচটা নাগাদ আগরতলা থেকে এন ডি আর এফ এর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সঞ্জিত নন্দীর দেহ উদ্ধারের কাজে নামে। কিন্তু রাত ৯টায় পর্যন্ত তল্লাশি চালিয়ে সঞ্জিতের দেহ উদ্ধার করতে পারেনি এন ডি আর এফ এর কর্মীরা। সোমবার সকালে এনডিআরএফ এর কর্মীরা পুনরায় উদ্ধারের কাজে নামে এবং অল্প কিছুক্ষন পরেই জলাশয় থেকে সনজিৎ নন্দির মৃতদেহ উদ্ধার করে। স্মরণ করা যেতে পারে ডুম্বুর জলাশয়ে এই প্রথম একসঙ্গে জলে ডুবে চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। এই মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

You may also like

Leave a Comment