প্রতিনিধি, উদয়পুর :-
কাঁকড়াবন আর ডি ব্লকের অন্তর্গত পালাটানা গ্রাম পঞ্চায়েতের অধীন বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসনের অঙ্গ হিসাবে ময়দান ভিত্তিক একটি ক্যাম্প অনুষ্ঠিত হয় । এদিন বিকশিতা ভারত সংকল্প যাত্রার গাড়িকে পুষ্পার্ঘ্য এবং প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন বিধায়ক অভিষেক দেবরায়। এছাড়া উপস্থিত ছিলেন , উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, জেলা সভাধিপতি দেবল দেবরায়, সমিতির চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা । এদিনের অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন , বর্তমান সরকার জনসাধারণের উদ্দেশ্যে কাজ করে চলেছে । বিধায়ক বলেন , প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার অধীনে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন বিতরণ সুনিশ্চিত করা হয়েছে । জাতীয় মহাসড়ক নির্মাণের গতিপ্রতিদিন ১২ কিমি থেকে ২০৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতিদিন ৩৭ কিমি হয়েছে । এছাড়া তিনি নাম না করে বিগত বাম সরকারকে তীব্র আক্রমণ শানান । বিগত দিনে এই পালাটানা পঞ্চায়েতে ১০০ টি ঘর আসতো । কিন্তু বর্তমানে ৪০০ অধিক ঘর দেওয়া হয়েছে পঞ্চায়েতে । সবমিলিয়ে এক অভূতপূর্ব উন্নয়ন চলছে এলাকা জুড়ে । এদিন বেনি ফিসারিদের হাতে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি, মৎস্যজীবীদের মাছের জাল ও কৃষিজ চারা বিতরণ করা হয় । পাশাপাশি এদিন দুইটি টিআরএলএম গ্রুপকে ৭ লক্ষ টাকার চেক তুলে দেন বিধায়ক । গোটা অনুষ্ঠান কে কেন্দ্র করে এইদিন গ্রামীণ মহিলাদের উপস্থিতি ছিল সাড়া জাগানো ।