প্রতিনিধি, বিশালগড় , ২৪ জুলাই ।।
৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে সিপাহীজলা জেলাভিত্তিক ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। সোমবার সিপাহীজলা জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে বিশালগড়ে অনুষ্ঠিত হয় ম্যারাথন দৌড়। সিপাহীজলা জেলার ১৫ টি সীমান্ত গ্রাম থেকে ৭৫ জন যুবক এবং ৭৫ জন যুবতী ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন। বিশালগড় মোটর স্ট্যান্ড থেকে দৌড় শুরু হয়ে বিশালগড় মহকুমা শাসক অফিসে গিয়ে শেষ হয়। ম্যারাথন দৌড়ের সূচনা করেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত।এছাড়া উপস্থিত ছিলেন বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, বিশিষ্ট সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক , এই ক্রীড়া দপ্তরের জয়েন্ট ডিরেক্টর ডক্টর ভারতী নিগম, জেলা স্কুল স্পোর্টস বোডের জয়েন সেক্রেটারি প্রবীর দেববর্মা প্রমুখ ।
শেষে বিশালগড় মহকুমা শাসক অফিসে পুরস্কার বিতরণ করা হয় । পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা অন্তরা সরকার দেব, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সিপাহীজলা জেলা ক্রীড়া দপ্তরের আধিকারিক ডক্টর ভারতী নিগম, অতিরিক্ত মহকুমা শাসক ত্রিদীপ সরকার। দৌড়ে অংশগ্রহনকারীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
বিশালগড়ে ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে ম্যারাথন দৌড়
125
previous post