120
প্রতিনিধি, বিশালগড় , ২৪ জুলাই।। বিজেপির লিগ্যাল সেলের বিশালগড় ইউনিটের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার বিশালগড় বার এসোসিয়েশনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের প্রদেশ কনভেনার বিশ্বজিৎ দেব, এসি কমিটির সদস্য অরিন্দম দেব, সিপাহীজলা (উত্তর) জেলা কনভেনার মনোজ কুমার দেবনাথ, বিশালগড় ইউনিট কনভেনার মহেশ্বর সিংহ সহ বিশালগড় ইউনিটের সদস্যরা। মূলত সাংগঠনিক বিষয়ে আলোচনা হয় বৈঠকে। সাংগঠনিক শ্রীবৃদ্ধির পাশাপাশি আইনজীবীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে সমাধানের পথ খোঁজা হয়।