Home » কুড়ি বছর পর জন্মভিটার খোঁজে বিশালগড় ফিরলেন যুবক

কুড়ি বছর পর জন্মভিটার খোঁজে বিশালগড় ফিরলেন যুবক

by admin

প্রতিনিধি, বিশালগড় , ২৩ জুলাই।। বিশালগড় তার জন্মভূমি। কিন্তু জন্মভিটা কোন গ্রামে মনে নেই। কুড়ি বছর পর জন্মভূমি বিশালগড়ে ফিরে এমনই দাবি করেন প্রতিবেশী রাজ্য আসাম ফেরত এক যুবক। কুড়ি বছর আগে হারিয়ে যাওয়া শিশু আজ ছাব্বিশ বছরের যুবক। বিশালগড় তার জন্মভূমি। একথা স্পষ্ট মনে থাকলেও মনে নেই পিতা-মাতার নাম । তাই নিজের মা বাবার খোঁজে আসাম থেকে রাজ্যের বিশালগড়ে চলে আসে এই যুবক। বিশালগড় নিউমার্কেট এলাকায় দোকানে দোকানে ঘুরে জন্মদাতা মা-বাবার খোঁজ করছে সে। সে জানান, তার যখন ৬-৭ বছর তখন হারিয়ে যায়। চলে যায় আসামের চানমারিতে। কিভাবে সে আসাম গিয়েছিলো তা মনে নেই। সেখানে এক চিকিৎসকের বাড়িতে তার বেড়ে ওঠা। কিন্তু পড়াশোনা করাননি সেই ডাক্তার। সেখানেই কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখে সে। তবে যতই বড় হচ্ছে যুবকটি ততই তার জন্মস্থানের কথা মনে পরছে। ত্রিপুরার বিশালগড়ে তার জন্ম। কোন গ্রামে জন্ম। মাতা পিতার নাম মনে না থাকলেও বিশালগড়ের সব্জি ও মাছ বাজারের কথা মনে আছে । ছোটবেলায় বাবার হাত ধরে নিউমার্কেট আসতেন এই যুবক। বাড়ির সামনে স্কুল আছে। বাড়িতে মনসা পুজা হত। তার বাবাকে গণেশ বলে ডাকতেন সবাই। তবে বাড়ির ঠিকানাটা মনে নেই। এখন প্রায় ২০ বছর পর জন্মদাতা মা-বাবার খোঁজে রবিবার সে বিশালগড় বাজারে পৌঁছায়। পরে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় যুবকটিকে বিশালগড় থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি বিশালগড় মহকুমা শাসকের গোচরে নেয়া হয়েছে। পুলিশ এই যুবকের পরিবারের খোঁজ শুরু করেছে। যুবকের বক্তব্য খতিয়ে দেখে পুরনো মিসিং ডায়েরি খোঁজছে পুলিশ।

You may also like

Leave a Comment