প্লাস্টিক এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রীর বিরুদ্ধে সোমবার এক বিশেষ অভিযান চালায় খোয়াই মহকুমার প্রশাসন ,এদিন বিকাল চারটা নাগাদ মহকুমা শাসক কার্যালয়ের তিনজন ডিসিএম এর নেতৃত্বে খাদ্য দপ্তর এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই অভিযান সংঘটিত হয়। খোয়াই শহরের বেশ কয়েকটি হোটেল রেস্তোরা,ভুসিমালের দোকান ,গ্লোসারি দোকানে হানা দে য় প্রতিনিধি দলটি। খোয়াই শহরের রীতুশ্রী হোটেল থেকে ছয় ছয়টি গৃহস্থালির কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও অনামিকা রেস্টুরেন্ট ,ত্রিপুরেশ্বরী হোটেল এবং আরো একটি রেস্তোরাঁ থেকে সর্বমোট ৯টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে অভিযানকারী দল, তাছাড়াও প্রতিনিধি দলটি বিভিন্ন ভুসি মাল এবং গ্লোসারি দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী। উদ্ধার করে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে মামলা ও রুজু করা হয়। সবশেষে অভিযান কারী দলটি মৎস্যবাজারে প্রবেশ করে, উজন মাপার যন্ত্র পরীক্ষা-নিরিক্ষা করেন। দেখা যায় অধিকাংশ দোকানে ই ওজন পরিমাপ যন্ত্রে কারচুপি রয়েছে।এদিনের অভিযানকারী দলে ছিলেন ডিসিএম হেমন্ত ধর ,কিশোর দেববর্মা ,জোনাল চাকমা ,সাব ডিভিশনাল ফুড কন্ট্রোলার সঞ্জীব দেববর্মা। ফুড সেফটি অফিসার সুমিত কুমার দেবনাথ, পুলিশের সাব-ইন্সপেক্টর সৌরভ দাস এবং ওসি সুভাষ পার্ক আউটপোস্ট কমেলেন্দ ু ধর ।এদিন অভিযান কালে খোয়াই মহকুমা শাসকের ডিসিএম হেমন্ত ধর সুভাষ পার্ক বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের প্রতি বিনীত আবেদন রাখেন তারা যেন প্লাস্টিক বর্জন করে এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রী ক্রয় করার ক্ষেত্রে যাচাই করে নেয়, এবং প্রশাসনকে যেন সার্বিকভাবে সহযোগিতা করে।
প্লাস্টিক এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রীর বিরুদ্ধে সোমবার এক বিশেষ অভিযান চালায় খোয়াই মহকুমার প্রশাসন
by admin
written by admin
109
previous post