Home » দীর্ঘ বছরের বঞ্চনার অবসান ঘটে পূর্ব দেবনাথ পাড়া বাসীর।

দীর্ঘ বছরের বঞ্চনার অবসান ঘটে পূর্ব দেবনাথ পাড়া বাসীর।

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ২৪ জুন:- দীর্ঘ বছরের বঞ্চনার অবসান ঘটে পূর্ব দেবনাথ পাড়া বাসীর। ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের অন্তর্গত নারায়ণপুর এডিসি ভিলেজের পূর্ব দেবনাথ পাড়াস্থিত শীল পাড়ার মানুষ বছর পর বছর ধরে ভালো রাস্তাঘাট থেকে বঞ্চিত হয়ে আসছিল। গ্রামবাসীরা জানান বিগত ৫০ বছর যাবত তাদের দু-পায়ের রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো। ভালো রাস্তাঘাটের জন্য দীর্ঘ বাম জমানায় গ্রামের মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বদের কাছে একাধিকবার দাবি জানিয়েছিলেন। কিন্তু তাদের দাবি পূরণে তৎকালীন বাম সরকার কোন উদ্যোগ গ্রহণ করেনি । অথচ পাড়াটি গন্ডাছড়া মহকুমা সদর লাগোয়া । এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা বছর পর বছর ধরে অবহেলিত হয়ে আসছিল। পরবর্তীতে ২০১৮ সালে রাজ্যের শাসন ক্ষমতায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গ্রামবাসীরা পুনরায় রাস্তা নির্মাণের দাবি জানালে বর্তমান সরকার রাস্তা নির্মাণে উদ্যোগী হয়। এই মোতাবেক ধলাই জেলার গ্রাম উন্নয়ন দপ্তর লক্ষ লক্ষ টাকা ব্যয়ে প্রায় ৫০০ মিটার রাস্তায় একটি বক্স কালভার্ট , বেশ কয়েকটি সাইড ওয়াল সহ ব্রিক সোলিং নির্মাণ করে। কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার দীপঙ্কর নন্দী কাজের গুণগত মান বজায় রেখে পূর্ব দেবনাথ বাসীদের জন্য সুন্দর একটি রাস্তা তৈরি করেন। তাতে খুশি পাড়ার সাধারণ মানুষ। গ্রামবাসীরা আরো জানান আগে পাড়াতে গাড়ি যেতে পারত না, তখন কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মারাত্মক অসুবিধায় পড়তে হতো। শুধু তাই না সরকারি ঘর প্রাপকরা ইট,বালি, সিমেন্ট কেরিং করতে সমস্যায় পড়তে হতো। বর্তমানে ভালো রাস্তাঘাট তৈরি হওয়ায় খুব সহশাই পাড়াতে গাড়ি যাতায়াত করতে পারছে। এমত অবস্থায় দীর্ঘ বঞ্চনার অবসান ঘটায় এলাকাবাসীরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানান।

You may also like

Leave a Comment