Home » ‘আমার সবে ২৪ হল’, ৪০ ছুঁয়েও বলিউডে কাজ পাওয়া নিয়ে চিন্তিত নন সানি

‘আমার সবে ২৪ হল’, ৪০ ছুঁয়েও বলিউডে কাজ পাওয়া নিয়ে চিন্তিত নন সানি

by admin

ইন্ডাস্ট্রিতে নাকি নায়িকাদের বয়স বাড়লে চলে না। বয়সই নির্ধারণ করে দেয়, পর্দায় কী ধরনের কাজ তাঁরা পাবেন। তবে কাজ পাওয়ার সঙ্গে বয়সের এই সম্পর্কের কথা বেমালুম উড়িয়ে দিলেন অভিনেত্রী সানি লিওনি। গত মাসে ৪২ বছরে পড়েছেন তিনি। তবে আদৌ কি বয়স হয়েছে সানির? নিজেই খোলসা করলেন।

আগে বেশ কিছু অভিনেত্রী বলিউডে এই সমস্যা নিয়ে সোচ্চার হয়েছেন। একটু বয়স হয়ে গেলেই মনের মতো কাজ পাননি তাঁরা। সানি কিন্তু এ সব নিয়ে ভাবিত নন। তাঁর মনে হয়, প্রত্যেকেরই অভিনব কিছু করার সুযোগ রয়েছে, নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন তাঁরা।

ঠাট্টা করে সানি নিজের বয়স উল্টে নিয়ে বলেন, “উইকিপিডিয়া আর অন্যান্য ওয়েবসাইট দেখাচ্ছে যে, আমার বয়স ৪২ হল। কিন্তু আসলে আমি এ বছর ২৪- এ পড়লাম।”

বয়স নিয়ে ব্যাপক চর্চা হয় বলিউডে। বিনোদন দুনিয়ায় কাজ করলে কি যৌবন ধরে রাখাটাই মূল? সে বিষয়ে অভিনেত্রীর বক্তব্য, “আমরা এমন একটা দুনিয়ায় কাজ করি, যেটা রোজ বদলায়। নতুন নতুন প্ল্যাটফর্মে নতুন নতুন চরিত্রের প্রয়োজন হয় রোজ। যে ভাবে নিজেকে উপস্থাপন করবে, তার উপরেই পরবর্তী কালে কেমন কাজ আসবে সেটা নির্ভর করছে।”

You may also like

Leave a Comment