Home » অবৈধ মদের দোকান গুঁড়িয়ে দিয়ে সরকারি জায়গা পুনরুদ্ধার করল ধর্মনগর পুরো পরিষদ এবং থানা।

অবৈধ মদের দোকান গুঁড়িয়ে দিয়ে সরকারি জায়গা পুনরুদ্ধার করল ধর্মনগর পুরো পরিষদ এবং থানা।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একের পর এক সরকারি জায়গা দখলমুক্ত করে চলেছে ধর্মনগর পুরো পরিষদ। এই সরকারি জায়গা দখলমুক্তের ব্যাপারে নেতৃত্ব দিচ্ছেন পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার নিজে। তাকে যথাযথ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ধর্মনগর পুলিশ প্রশাসন। ধর্মনগর পূর্ব বাজারে দশটি অবৈধ মদের দোকান রয়েছে যেগুলি বেআইনিভাবে বিলেতি এবং দেশীয় মদের চুটিয়ে ব্যবসা করে চলেছে। এগুলি বামফ্রন্ট আমলে নেতাদের মাসোহারা দিয়ে ব্যবসা চালিয়ে যেত এখন ও একই পথে ব্যবসা চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু ধর্মনগর পুরো পরিষদের চেয়ারপারসন যুব আইকন প্রদ্যুৎ দে সরকার তাদের পুরাতন ফর্মুলাতে পা না দিয়ে সমাজকে রক্ষা করতে বিশেষ করে যুবসমাজকে নেশা থেকে মুক্ত করতে শুক্রবার রাতে সব ভেঙ্গে চুরমার করে দিয়ে সরকারি জায়গা দখল মুক্ত করে। উল্লেখ্য এই চেয়ারপারসন ভোটের রাজনীতি না করে সমাজের জন্য যা করণীয় তাই করে যাচ্ছেন এবং তার এই নিরলস সামাজিক কাজগুলোর জন্য সুস্থ ধর্মনগর বাসীরা সাধুবাদ জানাচ্ছে। দীর্ঘ ১০ বছরের উপর পূর্ব বাজারের এই এলাকাগুলি অবৈধ মদের দোকানের কারণে দখলকৃত ছিল। শুক্রবার রাতে চেয়ারপারসন এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সব ভেঙে ধুলিস্যাৎ করে সরকারি জায়গা দখলমুক্ত করা হলো।

You may also like

Leave a Comment