Home » বিশালগড় গৌতম কলোনির পানীয় জলের সমস্যা নিরসনের উদ্যোগ

বিশালগড় গৌতম কলোনির পানীয় জলের সমস্যা নিরসনের উদ্যোগ

by admin

প্রতিনিধি, বিশালগড়, । বিশালগড় পুর পরিষদের ২ নং গৌতম কলোনির বাসিন্দাদের জলকষ্ট দূর করার উদ্যোগ গ্রহণ করেছে বিধায়ক সুশান্ত দেব। এই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে। বামামলে জলের সমস্যা নিরসনের প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করেছে বারবার। কিন্তু ভোট ফুরাইলেই বেমালুম ভুলে যেতেন প্রতিশ্রুতির কথা। এবার সেই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে নবনির্বাচিত বিধায়ক সুশান্ত দেব। সেখানে পানীয় জলের জন্য ডিপ টিউবওয়েল বসানোর সিদ্ধান্ত হয়েছে। বুধবার সংশ্লিষ্ট এলাকায় পরিদর্শন করেন বিধায়ক সুশান্ত দেব এবং মহকুমা শাসক বিনয় ভূষণ দাস। স্থানীয়দের সঙ্গে কথা বলে জমি নির্ধারণ হবে বলে জানান বিধায়ক সুশান্ত দেব। তিনি জানান শীঘ্রই ডিপ টিউবওয়েল বসানোর কাজ শুরু হবে। দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে। ঘরে ঘরে পৌঁছে যাবে পানীয় জল। বিধায়কের এই উদ্যোগে দারুণ খুশি স্থানীয়রা। তারা জানান একসময় শুধু ভোটের সময় মন্ত্রী বিধায়ক তাদের পাড়ায় পা রাখতেন । আর বর্তমানে সর্বক্ষণ যে কোন সমস্যায় বিধায়ককে কাছে পাচ্ছে তারা। পানীয় জলের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছে। কেউ কথা রাখেনি।

You may also like

Leave a Comment