Home » শোকাহত পরিবারের পাশে বিধায়ক

শোকাহত পরিবারের পাশে বিধায়ক

by admin

প্রতিনিধি, বিশালগড়, ২৩ মে।। বিশালগড়ের মধ্যলক্ষী বিল এলাকার বাপি নমঃর ছেলে সপ্তদ্বীপ নমঃ কিছুদিন আগে দাদুর বাড়িতে বেড়াতে গিয়ে খোয়াই নদীতে তলিয়ে যায়। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া বিরাজ করছে মধ্যলক্ষীবিলে। সন্তানহারা পরিবার শোকে পাথর হয়ে গিয়েছে। মঙ্গলবার শোকাহত পরিবারটির সাথে সাক্ষাৎ করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। বিধায়ককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবারের সদস্যরা। শোকগ্রস্ত পরিবারের পাশে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন বিধায়ক সুশান্ত দেব। উল্লেখ্য খোয়াই নদীতে স্নান করতে গিয়ে একই দিনে চার শিশুর মৃত্যু হয়েছিল। এর মধ্যে বিশালগড় বিধানসভা কেন্দ্রের মধ্যে লক্ষীবিল গ্রামের শিশু সপ্তদ্বীপ নমঃ রয়েছে। বিধায়ক সুশান্ত দেব জানান আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছি। কিছু বলার নেই। শুধু ভগবানের কাছে প্রার্থনা করি পরিবারটিকে মানসিক শক্তি দিক। তারা যাতে বিয়োগব্যাথা কাটিয়ে উঠতে পারে।

You may also like

Leave a Comment