প্রতিনিধি, বিশালগড় , ।। আমাদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতি রক্ষায় সদা নিয়োজিত রয়েছে সংস্কার ভারতী। ভূ-অলংকরণ বা আলপনা ভারতীয় সংস্কৃতির অঙ্গ। এই প্রাচীন ঐতিহ্যকে পুঁজি করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রাঙ্গণ,গুরুত্বপূর্ণ সড়কের শোভাবর্ধনের কাজ করছে সংগঠন। বিগত কয়েকবছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভূ-অলংকরণ করেছে সংস্কার ভারতী। লংকামুড়া বিশ্রামগঞ্জ সহ বেশ কয়েকটি গ্রাম অপরূপ সৌন্দর্য্যের ছোঁয়া পেয়েছে। প্রতিবছর সংগঠনের প্রতিটি জেলা সমিতি ভূ-অলংকরণ কর্মসূচি পালন করে। এবারও প্রতিটি জেলা সমিতির শিল্পীরা ভূ-অলংকরণে অংশ নিয়েছে । শনিবার দেশ জুড়ে ভূ-অলংকরনের কাজ করেছে সমিতির সদস্যরা। এদিন সংস্কার ভারতী সিপাহীজলা জেলা সমিতির উদ্যোগে বিশালগড় রেল স্টেশনে ভূ-অলংকরণ করা হয়। সকাল থেকে সমিতির চিত্র শিল্পীরা রঙ তুলি নিয়ে তাদের শৈল্পিক ভাবনার প্রতিফলন ঘটিয়ে সাজিয়ে তোলে রেল স্টেশন চত্বর। রেল যাত্রী সহ সাধারণ মানুষ সমিতির এই কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসা করেছেন। এদিকে পশ্চিম ত্রিপুরা জেলা সমিতির শিল্পীরা আগরতলার জেল রোড রঙ তুলির ছোঁয়ায় সৌন্দর্য বর্ধন করেন। এই ধরনের কার্যক্রম আগামীদিনেও জারি থাকবে বলে জানান সংস্কার ভারতীর শিল্পীরা।
124