Home » জমিতে জল সেচের জন্য বসানো হচ্ছে এল আই মেশিন , পরিদর্শন বিধায়কের

জমিতে জল সেচের জন্য বসানো হচ্ছে এল আই মেশিন , পরিদর্শন বিধায়কের

by admin

প্রতিনিধি, উদয়পুর : –

প্রায় দশ হাজার বছর আগে এই ভূখণ্ডে কৃষিকাজের সূচনা হয়।

বর্তমানে ভারত কৃষি উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থানের অধিকারী। ২০০৭ সালের হিসেব অনুযায়ী, দেশের জিডিপি-তে কৃষি এবং বনবিদ্যা, কাষ্ঠশিল্প ইত্যাদি কৃষি-সহায়ক ক্ষেত্রগুলির অবদান ১৬.৬ শতাংশ। ভারতের মোট শ্রমশক্তির ৫২ শতাংশই এই ক্ষেত্রে নিযুক্ত।জিডিপি-তে কৃষিক্ষেত্রের অবদান বর্তমানে অনেকটা কমলেও, এই ক্ষেত্র আজও ভারতের বৃহত্তম অর্থনৈতিক ক্ষেত্র এবং দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। কিন্তু বিগত দিনে ত্রিপুরায় তৎকালীন ২৫ বছরের বাম সরকার কৃষকদের স্বার্থে কোনো কাজ করেনি । কিন্তু ২০১৮ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে আইপিএফটি ও বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর গত পাঁচ বছরে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে কৃষি ক্ষেত্রে । ত্রিপুরায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সফলভাবে রূপায়িত করতে মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনায় রাজ্য কৃষকদের প্রদেও বিমায় ১০০ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে । এদিকে ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রাক্কালে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর কালাবন মৌসুম পাড়া এলাকায় দলীয় প্রচারে বের হয়ে ভারতীয় জনতা পার্টি বিজেপি মনোনীত প্রার্থী অভিষেক দেবরায় জানতে পারে জল সেচের অভাবে কৃষি জমিতে কৃষকদের ফসল ফলানো সম্ভব হচ্ছে না । সে সময় গ্রামবাসীদের কে আশ্বস্ত করেছিলেন অভিষেক ক্ষমতায় ফিরে কৃষকদের জন্য এই এলাকায় জল সেচের ব্যবস্থা করা হবে । সেই মতো ইতিমধ্যেই কথা রেখেছেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় । রবিবার দুপুরে উত্তর কালাবন মৌসুমপাড়া এই গ্রামীন এলাকায় বসানো হচ্ছে এল আই মেশিনের লোয়ারিং কাজ । এদিন তিনি গোটা কাজটি ঘুরে দেখেন এবং তিনি জানান এই এল আই মেশিন বসানোর ফলে ১০০কানি বেশি জমি এখন থেকে সহজে জল পেয়ে যাবে । তার ফলে জল সেচের কোন ধরনের আর অভাব হবে না । চাষবাসের ক্ষেত্রে কোন অসুবিধার সম্মুখীন হতে হবে না এলাকার কৃষক ও জনসাধারণের । জল সেচের এই মেশিন নতুনভাবে বসানোর ফলে গ্রামের সমস্ত অংশের জনগণ ব্যাপক খুশি ।

You may also like

Leave a Comment