মোহনপুর বিধানসভার বিভিন্ন কাঁচা রাস্তা পাকা করার মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থায় আমল পরিবর্তনে এসেছে। আরাকাটা গ্রামে যাওয়ার এমনি এক রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। পাকা রাস্তা পেয়ে আল্লাদে আটখানা স্থানীয় জনগণ।
মোহনপুর ব্লকের অন্তর্গত মোহিনীপুর গ্রাম পঞ্চায়েতের আরা কাটা গ্রামের মানুষ স্যাতাতের জন্য পাকা রাস্তা ব্যবহার করবে তা অনেকের কাছেই স্বপ্ন। বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। এলাকার বহু মানুষের যাতায়াতের ভরসা এই রাস্তাটিকে নতুনভাবে নির্মাণ করা হয়েছে। বর্তমানে স্থানীয়দের যাতায়াতে অনেকটাই স্বাচ্ছন্দ এনে দেবে এই নতুন রাস্তা। এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ উদ্যোগ নিয়ে এই রাস্তাটি নির্মাণ করতে দপ্তরের আধিকারিকদের সাথে একাধিকবার কথা বলেছিলেন। যার ফলস্বরূপ এই এলাকায় নতুন পিচের রাস্তা নির্মাণ হলো।
আরাকাটায় নির্মাণ নতুন রাস্তা
105