প্রতিনিধি , উদয়পুর :-
পানিপথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন গত কিছুদিন আগে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব। সে দুর্ঘটনার খবর রাজ্যে ছড়িয়ে পড়তে ব্যাপক চাঞ্চল্য এবং কর্মীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয় । শুক্রবার রাজ্যে এসে এদিন সন্ধ্যা রাতে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজো দেন রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব । এদিন মন্দিরে পৌঁছে তিনি সোজা চলে যান মায়ের মন্দিরে। মন্দিরে পৌঁছে মায়ের উদ্দেশ্যে জবা ফুল দিয়ে পূজো দেন তিনি । মন্দিরের পূজো অর্চনা শেষ করে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে চারদিক প্রদক্ষিণ করেন । পরে ত্রিপুরেশ্বরী মন্দিরের পাশে থাকা মহাদেব মন্দিরে পুজো দেন তিনি । পুজো দিয়ে মন্দির থেকে নামার পথেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, পানিপথে যে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলো । সেখানে রাজ্যবাসীর আশীর্বাদ ও ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ পাশে থাকার কারণে কোন বড় ধরনের ক্ষতি হয়নি । দুর্ঘটনা হওয়ার পরেও গাড়ি চালক থেকে শুরু করে গাড়িতে থাকা অন্যান্য সহকর্মীরাও সুস্থ রয়েছে বলে তিনি জানান। তিনি রাজ্যের বিরোধী দলের উদ্দেশ্যে বার্তা দেন বিরোধী দলের নেতৃত্বরা যাতে সংযত থাকে । সংগঠনভাবে এবং রাজনৈতিকভাবে যেন বিজেপির সাথে লড়াই করে । অযথা অশান্তি তৈরি করে রাজ্যের মানুষের যাতে কোন ক্ষতি না করে সে বার্তা দেন তিনি। একই সাথে তিনি নাম না করে বিরোধীদলের এক নেতার উদ্দেশ্য বলেন ফলাফল ঘোষণার পর অনেক নেতার মোবাইল ফোন বন্ধ হয়ে পড়বে । যে স্বপ্ন দেখছে বিরোধীরা সে স্বপ্ন কখনো পূরণ হবে না । বিপুল ক্ষমতা নিয়ে সরকারে ফিরছে বিজেপি । ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে এমনটাই বললেন রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব ।