Home » মাতাবাড়ি কেন্দ্রে যোগদান অব্যাহত বিজেপিতে

মাতাবাড়ি কেন্দ্রে যোগদান অব্যাহত বিজেপিতে

by admin

২০২৩ সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যে । ইতিমধ্যেই শাসক দল বিধানসভা ভোটকে পাখির চোখ করে নিয়ে জোড় কদমে প্রচার চালিয়ে যাচ্ছে গোটা রাজ্য জুড়ে । সেই সাথে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আসতে শুরু করেছে । সেই সাথে বার্তা দেওয়া হচ্ছে আগামীর ভোট উন্নয়নের সাথে । গত সাড়ে চার বছরের রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারের নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে সে উন্নয়নকে সামনে রেখে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে শাসক দল । শুরু হয়েছে বাড়ি বাড়ি বুথ অভিযান , একই সাথে করা হচ্ছে বিভিন্ন বাজার সভা । ঠিক তেমনি মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুড়াসিং পাড়া ১৪ নং শক্তি কেন্দ্রের অন্তর্গত ৫৬ নং বুথে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় ।‌ এই যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে বিধায়ক বিপ্লব কুমার ঘোষ বলেন , বর্তমান মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে রাজ্যে নতুন সরকার আসার পর নানা উন্নয়নমূলক কাজকর্ম হয়ে এসেছে । এই কেন্দ্রে রাস্তাঘাট থেকে পানীয় জল, নতুন ভাবে তৈরি করা হয়েছে পাকা শ্মশান , বেকারদের দেওয়া হয়েছে কর্মসংস্থান। সেই সাথে মহিলাদের দেওয়া হয়েছে স্বশক্তি করনের নানা কাজকর্ম । সে সকল উন্নয়নের কাজকর্ম দেখে প্রতি সপ্তাহে এই মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন বিরোধীদল ত্যাগ করে শাসক দলে যোগ দিচ্ছে ভোটাররা । এদিন মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে বিধায়ক বিপ্লব কুমার ঘোষের হাত ধরে পাঁচ পরিবারের ১৬ জন ভোটার যোগ দেয় শাসকদল বিজেপিতে । তাদেরকে দলীয় পতাকা দিয়ে দলে বরণ করেন বিধায়ক

You may also like

Leave a Comment