গকুলনগর রাস্তারমাতা এই প্রথমবারের মতো কমলাসাগর বিধানসভার এত বড় মার্কেট স্টলের উদ্বোধন হয় যার মধ্যে রয়েছে ৮১ টি ষ্টল। বর্তমান সরকার আসার পর সেই মার্কেট স্টলের কাজ শুরু হয় এবং তার সমাপ্তি হয় 2022 সালে। মুখ্য উদ্দেশ্য একটাই বেকারদের স্বাবলম্বী করে তোলা। সর্বমোট তিন কোটি কুড়ি লক্ষ টাকা বেয়ে সেই মার্কেট স্টলটি স্থাপিত হয়। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী সোজা চলে আসেন মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেই স্বাস্থ্য কেন্দ্রের নতুন পাকা বাড়ি উদ্বোধন করলেন। জানা যায় ২০১৮ সালের জুলাই মাসের ১৪ তারিখ সেই হাসপাতালের নতুন পাকা বাড়ির কাজ শুরু হয়।আর তার সমাপ্তী হয় 2022 সালে। সর্বমোট ছয় কোটি 32 লক্ষ 80 হাজার টাকা বেয়ে নতুন পাকা বাড়ি কাজ সম্পন্ন হয়। সেখানে কুড়িসজ্জা বিশিষ্ট নতুন পাকা বাড়ি স্থাপিত হয়। যদিও পূর্বে ছিল ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। এদিকে তারপর তৃতীয় প্রতিষ্ঠানের উদ্বোধন হয় কমলাসাগর বিধানসভার কোনাবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। আট কক্ষ বিজ্ঞান বিভাগের উদ্বোধন হয় রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে। যার মধ্যে খরচ হয় ৭৩ লক্ষ ৫৫ হাজার ২৩৮ টাকা। এদিকে সেই উদ্বোধনের পর কোনাবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে জাঁকজমকপূর্ণভাবে এক অনুষ্ঠান হয়।ঐঅনুষ্ঠানে বেনিফিসারীদের মধ্যে ট্রাক্টর, ধানের মেশিন, ছাত্র-ছাত্রীদের মধ্যে মুখ্যমন্ত্রী বাইসাইকেল হাতে তুলে দেন। তার পাশাপাশি গকুলনগর রাস্তার মাথা এলাকায় কুড়িজন বেকারের হাতে কুড়িটি অটো পাৱমিট তুলে দেয় এবং স্বনির্ভর দলের হাতে আর্থিকভাবে টাকা ও তুলে দেয়। কমলাসাগর চা শ্রমিকদের মধ্যে জায়গার পাট্টা বিতরণ করেন। অন্যদিকে পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী কোনাবন রামকৃষ্ণ আশ্রমের মহারাজ সাথে দেখা করেন। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে কোনাবন স্কুল মাঠে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কথা তুলে ধরেন জনগণের সামনে। যদিও তিনি একটা বিষয় নিয়ে খুব প্রকাশ করেন তিনি বলেন 2017 সালে মধুপুর থেকে কোনাবন রাস্তার যে দৈন্য দশা ছিল আজও সেই অবস্থায় রয়েছে। যার ফলে তিনি খুব প্রকাশ করেন এবং অতি দ্রুত সংস্কার করার কথাও বলেন। তার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উন্নয়ন সম্পর্কেও বেশ গুরুত্বপূর্ণ কথা বলেন।ঐ দিনের রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কুনাবন রামকৃষ্ণ আশ্রমের মহারাজ, বিশালগড় ব্লক চেয়ারপার্সন ছন্দা দেববর্মা, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয় দাস দত্ত, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্জী, বিশিষ্ট সমাজসেবী মৌসুমী দাস, বিশিষ্ট সমাজ সেবক গৌরাঙ্গ ভৌমিক, বিশিষ্ট সমাজসেবক সুবীর চৌধুরী,জেলা সমাহর্তা সহ অন্যান্যরা
123
previous post