Home » স্বর্ণকমল জুয়েলার্স সফলভাবে আয়োজন করল দ্য গোল্ডেন রান – সিটি ম্যারাথন ২০২৫

স্বর্ণকমল জুয়েলার্স সফলভাবে আয়োজন করল দ্য গোল্ডেন রান – সিটি ম্যারাথন ২০২৫

by admin

আগরতলা, ত্রিপুরা – ২৪শে আগস্ট, ২০২৫ স্বর্ণকমল জুয়েলার্স, কিসনা ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির সহযোগিতায় সফলভাবে আয়োজন করল দ্য গোল্ডেন রান – সিটি ম্যারাথন ২০২৫-এর দ্বিতীয় সংস্করণ। মাত্র দুই বছরের মধ্যেই এ ইভেন্টটি সবচেয়ে প্রতীক্ষিত ফিটনেস ও সামাজিক সমাবেশের একটি হয়ে উঠেছে। এতে ত্রিপুরা, আসাম এবং এমনকি পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকেও উৎসাহী অংশগ্রহণ দেখা গেছে। ম্যারাথনটি উদ্বোধন করেন মাননীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী, শ্রী টিঙ্কু রায়, যেখান থেকে দৌড় শুরু হয় উমাকান্ত একাডেমি স্কুল ময়দান থেকে এবং সমাপ্ত হয় এলবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্ক, আগরতলায়। প্রতিযোগিতাটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়েছিল – পুরুষ, মহিলা ও সিনিয়র ক্যাটাগরি, যেখানে অংশগ্রহণকারীরা অসাধারণ উদ্যম, ক্রীড়াত্মক মানসিকতা এবং দৃঢ় সংকল্প প্রদর্শন করেন।

You may also like

Leave a Comment