Home » বিশালগড়ে ঐতিহ্য ও সংস্কৃতির মিশেলে শুরু দুই দিনব্যাপী সৃজন উৎসব

বিশালগড়ে ঐতিহ্য ও সংস্কৃতির মিশেলে শুরু দুই দিনব্যাপী সৃজন উৎসব

by admin

প্রতিনিধি, বিশালগড় , ২২৩ জানুয়ারি।। বিশালগড়ে শুরু হল দুই দিনব্যাপী সৃজন উৎসব। বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে বিকাল চারটায় বিশালগড় ব্লক সংলগ্ন বাইপাস সড়কে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী । এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক তোফাজ্জল হোসেন, বিধায়ক অন্তরা সরকার দেব, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস, বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, বিডিও নান্টু দেব প্রমুখ। সৃজন উৎসবের কার্যক্রমের অঙ্গ হিসাবে এদিন দুপুরে অনুষ্ঠিত হয় ঘুরি উড়ানোর উৎসব। উৎসবে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সহ বিভিন্ন দপ্তর স্টল খুলে বসেন। এছাড়া সৃজন উৎসব উপলক্ষে ভ্রাম্যমান কুকুরদের টিকাকরণ, বাল্যবিবাহ রোধে আলোচনা সভা, যক্ষামুক্ত ব্লক গঠন করার সংকল্প গ্রহণ সহ বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজ বিভিন্ন স্টলে প্রদর্শনী করা হয়েছে । অনুষ্ঠানে বিশালগড়ের প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যের মিশেলে একটি মুখপত্র প্রকাশ করা হয়। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এ ধরনের কার্যক্রম প্রশংসনীয়। রাজ্য সরকারের বিভিন্ন জনোমক্ষী কার্যক্রম এই মেলার মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। তিনি বলেন বর্তমান সরকার গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ মজবুত করেছে। কৃষকদের চাষাবাদের ক্ষেত্রে সকল সহযোগিতার পাশাপাশি তাদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা হচ্ছে। সারাদেশে কৃষকের আত্মহত্যার ঘটনা নেই। ফসল বীমা যোজনার সহায়তা পাচ্ছে কৃষকরা। এছাড়া সরকার প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক ভাতা ২০০০ টাকা করেছে। মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সরকারিভাবে প্রশিক্ষণ নিয়ে অল্প সুদে ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য খুলছেন। মাতৃ শক্তি জাগরণের পাশাপাশি মাতৃ শক্তির আর্থিক সমৃদ্ধির দিকে নজর দিয়েছে সরকার। স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যুবকদের চাকরি প্রদান করা হচ্ছে। স্বাস্থ্য বীমার মাধ্যমে সকলের চিকিৎসা সুনিশ্চিত করা হচ্ছে। বিধায়ক সুশান্ত দেব বলেন বিশালগড়ের সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কার্যক্রম জনসমক্ষে তুলে ধরার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন। স্থানীয় শিল্পীরা দুদিনের অনুষ্ঠানে সংগীত নৃত্য পরিবেশন করবেন। এছাড়া ইসকনের প্রভুদের হরিনাম সংকীর্তন থাকবে। শুক্রবার ভিন রাজ্যের শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

You may also like

Leave a Comment