Home » ডক্টর সেলের উদ্যোগে হীরাছড়া গ্ৰামে স্বাস্থ্য শিবির

ডক্টর সেলের উদ্যোগে হীরাছড়া গ্ৰামে স্বাস্থ্য শিবির

by admin

প্রতিনিধি কৈলাসহর:-নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভারতীয় জনতা পার্টির ডক্টর সেল ত্রিপুরা প্রদেশ ও ডক্টর সেল ঊনকোটি জেলার যৌথ উদ্যোগে এবং ভারতীয় জনতা পার্টি ৫৩ কৈলাসহর মন্ডলেরর সহযোগিতায় বৃহস্পতিবার হীরাছরা এডিসি ভিলেজে অনুষ্ঠিত হয় মেগা স্বাস্থ্য শিবির।প্রদীপ প্রজ্জলন করে ও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে মেগা স্বাস্থ্য শিবিরের সূচনা করেন ভারতীয় জনতা পার্টি কৈলাসহর মন্ডল সভাপতি প্রীতম ঘোষ।এছাড়াও শিবিরে ছিলেন ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটির সদস্য নিতীশ দে,জেলা যুব মোর্চা সভাপতি অরূপ ধর, ভারতীয় জনতা পার্টি ঊনকোটি ডক্টর সেলের সদস্য ডঃ অভিজিত দেববর্মা ও ডঃ সিদ্ধার্থ দত্ত সহ অন্যান্যরা।গৌরনগর ব্লকের অধীন হীরাছরা এডিসি ভিলেজ এলাকার অধিকাংশ লোকই বাগান শ্রমিক ও সংখ্যালঘু অংশের বাসিন্দা। শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত প্রত্যন্ত এই এলাকার বাসিন্দাদের কাছে শহরে এসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অনেকটাই ব্যয়বহুল ও সময় সাপেক্ষ ব্যাপার।ভারতীয় জনতা পার্টি ডক্টর সেল ত্রিপুরা প্রদেশ ও ডক্টর সেল ঊনকোটি জেলার যৌথ উদ্যোগে আজকের এই স্বাস্থ্য শিবিরে উপকৃত হয়েছেন প্রায় তিন শতাধিক লোক।আজকের এই শিবিরে এলোপ্যাথি,আয়ুর্বেদিক,দন্ত, ও হোমিওপ্যাথির বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য পরিসেবা প্রদান করেছেন।একই সাথে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয়। শিবিরে পরিষেবা প্রদান করেন জেলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক তাপস দত্ত,দন্ত চিকিৎসক সঞ্জীব ধর, হোমিও চিকিৎসক দেবাশীষ পাল,ডঃ মনিষ সিনহা,ডঃ অঞ্জন দাস সহ অন্যান্যরা।
আজকের এই মেগা স্বাস্থ্য শিবির সম্পর্কে বলতে গিয়ে ভারতীয় জনতা পার্টি ডক্টর সেল ঊনকোটি জেলা কমিটির সদস্য ডঃ অভিজিৎ দেববর্মা বলেন,আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মজয়ন্তীর বিশেষ দিনে প্রত্যন্ত হীরাছরা এলাকায় এ ধরনের স্বাস্থ্য শিবির আয়োজন করতে পারাটা আমাদের জন্য অত্যন্ত গর্বের।তিনি আরো বলেন ডক্টর সেল ত্রিপুরা প্রদেশ কমিটির আহ্বায়ক ডঃ সুশান্ত রায়ের অনুপ্রেরণাতেই মূলত এ ধরনের স্বাস্থ্য শিবির আয়োজন করা সম্ভব হয়েছে।রাজ্যের গ্রামীন ও প্রত্যন্ত এলাকাগুলিতে স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য সচেতনতা পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রতিনিয়ত উৎসাহ প্রদান করেন।

You may also like

Leave a Comment