Home » গন্ডাছড়ায় রাস্তা অবরোধ, আধিকারিকদের প্রতিশ্রুতিতে অবরোধ প্রত্যাহার

গন্ডাছড়ায় রাস্তা অবরোধ, আধিকারিকদের প্রতিশ্রুতিতে অবরোধ প্রত্যাহার

by admin

প্রতিনিধি,গন্ডাছড়া ২৩ জানুয়ারি:- রাস্তা এবং পানীয় জলের দাবিতে গন্ডাছড়ায় রাস্তা অবরোধ সংঘটিত করে জনজাতিরা। বৃহস্পতিবার সাতসকালে মহকুমার পঞ্চরতন এবং কালাঝাড়িতে রাস্তা অবরোধ করে বসে বেশ কিছু পাড়ার জনজাতিরা। এদিন সকাল ছয়টা থেকে গন্ডাছড়া রইস্যাবাড়ি রাস্তার পঞ্চরতন হাতিমাথা রাস্তার মুখে দলপতি, কল্যাণ সিং, রতননগর, ভগিরথ ভিলেজের শত শত মানুষ পানীয় জল এবং রাস্তার দাবীতে পথ অবরোধ করে। রাস্তা অবরোধের খবর পেয়ে সেখানে ছুটে যান পূর্ত, গ্রাম উন্নয়ন এবং পানীয় জল সম্পদ দপ্তরের আধিকারিকরা। তারা অবরোধকারীদের আশ্বাস দেন খুব শীঘ্রই তাদের দাবি পূরণ করা হবে । এরপর অবরোধকারীরা সকাল সাড়ে নয়টা নাগাদ রাস্তা অবরোধ তুলে নেয়। অপরদিকে কালাঝাড়ি ভিলেজের সাধু চন্দ্র পাড়া, অযোধ্যা পাড়া সহ বেশ কিছু পাড়ার মানুষ রাস্তার দাবিতে সকাল থেকে গন্ডাছড়া অমরপুর রাস্তার কালাঝাড়িতে পথ অবরোধ করে বসে। অবরোধের খবর পেয়ে সেখানে উঠে যান ব্লক আধিকারিক, পূর্ত আধিকারিক সহ গন্ডাছড়া থানার বিশাল পুলিশ বাহিনী। আধিকারিকরা অবরোধকারীদের সাথে কয়েক দফা আলোচনা করেও সমাধান সূত্র বের করতে পারেনি‌। অবশেষে দুপুর বারোটা নাগাদ আধিকারিকদের লিখিত প্রতিশ্রুতিতে রাস্তা অবরোধ তুলে নেয় জনজাতিরা। এদিকে বৃহস্পতিবার ছিল গন্ডাছড়া সদর বাজারের সাপ্তাহিক হাটবার। রাস্তা অবরোধের ফলে রাস্তার দুদিকে ছোট ,বড় দূরপাল্লা যানবাহন আটকে পড়ে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে।

You may also like

Leave a Comment