রাজ্যভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসব উপলক্ষে মঙ্গলবার দুপুর বেলা কৈলাশহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত শোভাযাত্রাটি কৈলাশহর ঊনকোটি কলাক্ষেত্রের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় উনকোটি কলাক্ষেত্রের সামনে এসে মিলিত হয়। উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিংকু রায়, রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা কমিটির সহ-সভাপতি সুব্রত চক্রবর্তী, উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, কৈলাসহর পুরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, BJP ঊনকোটি জেলার সাধারণ সম্পাদক অরুন সাহা, ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবসর আলী, চন্ডিপুর বিজেপি মন্ডলের নবনিযুক্ত মন্ডল সভাপতি পিন্টু ঘোষ প্রমূখ। পাশাপাশি উক্ত শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে, দুদিন ব্যাপী এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ঊনকোটি কলাক্ষেত্রে আগামীকাল মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে চলবে চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা কমিটির সহ-সভাপতি সুব্রত চক্রবর্তী বলেন গত বছর থেকে রাজ্য সরকারের সিদ্ধান্তক্রমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল গোমতী জেলার উদয়পুর মহকুমায়, এবছর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে উনকোটি জেলার জেলা সদর কৈলাশহরে, উক্ত অনুষ্ঠানে রাজ্য এবং বহির রাজ্যের বিভিন্ন কবি ও সাহিত্যিকরা উপস্থিত থাকবেন তাই এই দুইদিন সবাইকে উক্ত অনুষ্ঠান এসে দেখার জন্য তিনি আহবান রাখেন।
রাজ্যভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসব উপলক্ষে কৈলাশহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা
by admin
written by admin
49