Home » রাত পোহালেই ২৫শে ডিসেম্বর তথা বড়দিন।

রাত পোহালেই ২৫শে ডিসেম্বর তথা বড়দিন।

by admin

রাত পোহালেই ২৫শে ডিসেম্বর তথা বড়দিন। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অন্যতম বিশেষ পার্বন। পুরানে কথিত রয়েছে এই দিনেই খ্রীষ্ট ধর্মের প্রবর্তক তথা যীশু খ্রীষ্ঠ জন্মগ্রহন করেছিলেন। তাই যীশুর জন্মদিন উপলক্ষে সর্বত্রই প্রতিবছর আনন্দে মাতেন খ্রীষ্ঠধর্মাবলম্বীরা। ত্রিপুরাতেও চলছে বড়দিন পালনের শেষ মুহূর্তের প্রস্তুতি।
ঊনকোটি জেলার কুমারঘাট দারচৈ এডিসি ভিলেজেও বড়দিনকে কেন্দ্রকরে প্রস্তুতি চলছে জোর কদমে। শহরের বাজারে চলছে বড়দিনের কেনাবেচা। বুধবার বড়দিন তথা যীশু খ্রীষ্টের জন্মদিন। এই উপলক্ষে রকমারিভাবে সাজিয়ে তোলা হচ্ছে গোটা দারচৈ গ্রামকে। বড়দিনের ষ্টার এবং খ্রিষ্টমাস ট্রি সহ বাহারী আলোকসজ্জায় দারচৈ গ্রামের রাস্তাঘাট নিজেরাই সাজিয়ে তুলছেন গ্রামের বাসিন্দারা। ব্যাক্তিগতভাবে যার যার বাড়ীর সামনে আলোকসজ্জায় সাজিয়ে তুলেছেন তারা। এলাকার বাসিন্দা থাঙলিয়ানা দার্লং জানিয়েছেন, বড়দিন উপলক্ষে মঙ্গলবার রাত বারোটা থেকে শুরু হবে তাদের অনুষ্ঠান যা চলবে আগামী তিন থেকে চারদিন পর্যন্ত। বড়দিন উপলক্ষে গির্জায় গির্জায় চলবে প্রার্থনা থেকে বিভিন্ন অনুষ্ঠান। যীশুর জন্মদিনকে ঘিরে রকমারি খাওয়া দাওয়া থেকে নতুন পোশাক পরে ঘুরাঘুরি সহ চলবে তাদের আনন্দ উৎসব। একটি বছর পর প্রভূ যিশুর জন্মদিন উদযাপন ঘিরে এলাকার খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বেজায় খুশি বলে জানালেন এলাকার ঐ বাসিন্দা।

You may also like

Leave a Comment