Home » ঊনকোটি জেলা আরক্ষা দপ্তরের উদ্যোগে কৈলাসহরে এক সুসজ্জিত রোড মার্চ অনুষ্ঠিত হয়

ঊনকোটি জেলা আরক্ষা দপ্তরের উদ্যোগে কৈলাসহরে এক সুসজ্জিত রোড মার্চ অনুষ্ঠিত হয়

by admin

প্রতিনিধি কৈলাসহর:-বুধবার দুপুরে ঊনকোটি জেলা আরক্ষা দপ্তরের উদ্যোগে কৈলাসহরে এক সুসজ্জিত রোড মার্চ অনুষ্ঠিত হয়।রোড মার্চটি কৈলাসহর থানা চত্বর থেকে শুরু হয়ে শহরের শনিতলা, গার্লস স্কুল রোড,ফ্লাওয়ারস ক্লাব রোড,নেতাজী কর্নার, সেন্ট্রাল রোড,পি.ডাব্লিউ.ডি রোড,হাসপাতাল রোড হয়ে পাইতুরবাজার মোটরস্ট্যান্ড এলাকায় এসে সমাপ্ত হয়। রোড মার্চের নেতৃত্বে ছিলেন ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাংগীর, জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক দীলিপ কুমার চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার ভি. দারলং, কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার,কৈলাসহর থানার ওসি শ্যামল কান্তি মজুমদার ও মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য সহ আরও অন্যান্য আধিকারিকরা।রোড মার্চে রাজ্য পুলিশ, টি.এস.আরের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন। রোড মার্চে প্রচুর সংখ্যক জওয়ানরা উপস্থিত ছিলেন। রোড মার্চ শেষে জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানান যে,আগামী ছাব্বিশ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে দ্বিতীয় দফার ভোট হতে যাচ্ছে।ভোটের দিন ঊনকোটি জেলার প্রতিটি ভোটার যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয় সেই বার্তা দেওয়ার জন্যই রোড মার্চ করা হয়েছে। ফ্লেগ মার্চ শেষে ঊনকোটি পুলিশ সুপার কান্তা জাংগীর সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, ছাব্বিশ এপ্রিল দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ ভাবে করার জন্য ইতিমধ্যেই জেলায় বাড়তি কেন্দ্রীয় বাহিনী এবং টি.এস.আর জওয়ানরা এসে গেছে।

You may also like

Leave a Comment