সামগ্রী বোজাই লরি থেকে বিপুল পরিমান শুকনো গাঁজা জব্দ করল উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি পুলিশ।গোপন খবরের ভিত্তিত্বে সোমবার সকাল এগারোটা নাগাদ থানার সামনে নাকা চেকিং বসিয়ে এ সাফল্য পায় পুলিশ।এমন সময়ে আগরতলা থেকে গৌহাটির উদ্দেশ্য আসা এমএইচ(ফোর জিরো)বিএল(সেভেন নাইন ফোর ফোর)নম্বরের একটি দশ চাকার কন্টেনার গাড়ি থানার সামনে এলে লরিটিতে তল্লাশি করে পুলিশ।এতে বেতের ঝুড়িতে পুরনো কাপড় দিয়ে ঢাকা অবস্থায় বিভিন্ন ওজনের দশটি প্যাকেটে মোট বাহাত্তর কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।যার কালোবাজারি মুল্য অনুমানিক একুশ লক্ষাধিক টাকার মত হবে।এতে জড়িত থাকার দায়ে আটক করা হয় লরি চালক বিজয়কুমার দেব ও সহ চালক ইদ্রিস আলীকে।ধৃত দুজনের বাড়ি আসাম রাজ্যে।পরে এ কান্ডে তদন্তে নামেন এসডিপিও দেবাশীষ সাহা ও এসপি ভানুপদ চক্রবর্ত্তী।এ কান্ডে চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস জানান ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা হাতে নিয়ে এদিনই আটকদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হয়।
চুরাইবাড়িতে লরি বোজাই সামগ্রীর আড়াল থেকে বিপুল পরিমান গাঁজা জব্দ।ধৃত দুই।
by admin
written by admin
148