প্রতিনিধি , উদয়পুর :-
উদয়পুরে জাতীয় সড়কের দুধারে শহর সৌন্দর্যের জন্য লাগানো হয়েছে বিভিন্ন পাম গাছ । অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুর শহরকে সাজিয়ে তোলার জন্য জাতীয় সড়কের পাশে বিভিন্ন ফুলের বাগান থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের গাছ বনদপ্তর দিয়ে লাগিয়েছিলেন। কিন্তু একাংশ গবাদি পশুর মালিক তাদের গৃহপালিত পশুগুলি দিয়ে প্রতিনিয়ত উদয়পুর সুভাষ সেতু থেকে শুরু করে ব্রম্মাবাড়ী পর্যন্ত লাগানো দামি পাম গাছগুলি গবাদি পশু এই গাছগুলিকে নষ্ট করে ফেলছে। ইতিমধ্যে বহু গাছ ধ্বংস পর্যন্ত হয়েছে । যেভাবে এই গাছগুলোকে নষ্ট করা হয়েছে এর ফলে জাতীয় সড়কের দুধারে থাকা তার সৌন্দর্য বিলুপ্তির পথে । গাছের প্রতি এতটা অযত্ন করে চলেছে জাতীয় সড়কের পাশে থাকা নাগরিকরা তা এক প্রকার দায়সারা ভাবে রক্ষণাবেক্ষণ কিছুটা করে চলেছে বনদপ্তর । এই ঘটনা জানতে পেরে শুক্রবার দুপুরে আর কে পুর মন্ডলের মন্ডল সভাপতি প্রবীর দাস সহ বিজেপি এলাকার জন প্রতিনিধি ও দলীয় কর্মীরা ছুটে যান নষ্ট হওয়া গাছগুলি পরিদর্শন করার জন্য । পরবর্তী সময় মন্ডল সভাপতি কথা বলেন জাতীয় সড়কের পাশে থাকা প্রতিটি বাড়ির নাগরিকদের সাথে। একই সাথে আবেদন রাখেন গাছগুলিকে যেন একটু যত্ন করে গড়ে তোলা হয় । না হলে আগামী দিনে গাছগুলি আরো বেশি পরিমাণে নষ্ট হবে সেই সাথে অক্সিজেন অনেকটাই কমে আসবে এলাকায় । পরে উদয়পুর মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্যের সাথে কথা বলেন মন্ডল সভাপতি প্রবীর দাস। তিনি মহকুমা শাসকের কাছে আবেদন রাখেন যে সকল গবাদি পশুর মালিক এভাবে সমস্ত গাছগুলিকে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে যেন আইনানুগ কোন ব্যবস্থা গ্রহণ করা হয় । এদিকে মন্ডল সভাপতির এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান প্রকৃতিপ্রেমী সাধারণ মানুষ ।