প্রতিনিধি, বিশালগড় , ২২ ডিসেম্বর।। ভারত সরকারের বায়োটেকনোলজি মন্ত্রণালয়ের সহায়তায় চড়িলাম বিধানসভার হেরমা স্থিত ডন বস্কু স্কুলে সৌর জল প্রকল্প স্থাপন করা হয়। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে ছিলেন এন বি ইন্সটিটিউট ফর রুরাল টেকনোলজি ( অর্কনীড়)। সেই সঙ্গে বৃষ্টি জল সংরক্ষণ এবং ওয়াটার পিউরিফিকেশনের ব্যবস্থা করা হয়। শুক্রবার দুপুরে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআইআরটির সভাপতি বিজ্ঞানী ড: এস পি গন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি কপিল বরণ ভৌমিক, প্রজেক্ট ম্যানাজার পি এল ঘোষ, স্কুলের প্রিন্সিপাল সুমন কুমার কিরো প্রমুখ। এনবি ইন্সটিটিউট ফর রুরাল টেকনোলজির সভাপতি ড: এস পি গন চৌধুরী বলেন প্রায় ছয় লক্ষ টাকা খরচে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এটি পরিবেশ বান্ধব প্রকল্প। প্রতিদিন ১৬ হাজার লিটার জল উত্তোলন হবে। এছাড়া এই সৌর প্রকল্পে জল উত্তোলনের পাশাপাশি স্কুলের কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের চারটি কম্পিউটার চলবে। এই প্রকল্পে আয়রন মুক্ত জল উঠবে। এর পরেও জলবাহিত রোগের হাত থেকে ছাত্র ছাত্রীদের রক্ষা করতে দু’টি ওয়াটার পিউরিফায়ার বসানো হয়েছে।
141
next post