Home » বিশ্রামগঞ্জে অনুষ্ঠিত হয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প ও সাইবার ক্রাইম বিষয়ক সেমিনার

বিশ্রামগঞ্জে অনুষ্ঠিত হয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প ও সাইবার ক্রাইম বিষয়ক সেমিনার

by admin

প্রতিনিধি, বিশালগড় , ২২ ডিসেম্বর ।। প্রধানমন্ত্রী ফ্ল্যাগশীপ প্রকল্প, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এবং সাইবার ক্রাইম বিষয়ক এক দিবসীয় সেমিনার অনুষ্ঠিত হয় বিশ্রামগঞ্জে। শুক্রবার বিশ্রামগঞ্জ শচীন দেববর্মন সাংস্কৃতিক কলাক্ষেত্রে সিপাহীজলা জেলা প্রশাসন এবং অর্থ অধিদপ্তর কর্তৃক আয়োজিত সেমিনারের উদ্বোধন করেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র সঞ্চয় দপ্তরের অধিকর্তা আই এ এস রাখী বিশ্বাস, অতিরিক্ত জেলাশাসক জে‌বি দোয়াতিয়া, বিশালগড় পৌর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, মেলাঘর পৌর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী প্রমুখ । কর্মশালায় অংশ নেন সিপাহীজলা জেলার পোস্ট অফিসের এজেন্ট, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন সিপাহীজলা জেলার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অধিকর্তা নরেন্দ্র রিয়াং । জেলার ছয় জন এজেন্টকে পুরস্কৃত করা হয়। জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত ভাষণে বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকশিত ভারত গড়ার ডাক দিয়েছেন। সকলের সহযোগিতায় বিকশিত ভারত গড়ার সংকল্প বাস্তবায়ন সম্ভব হবে। এছাড়া অর্থ অধিকর্তা আইএএস রাখি বিশ্বাস প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন।

You may also like

Leave a Comment