প্রতিনিধি, বিশালগড় , ২২ ডিসেম্বর।। আট দফা দাবিতে আন্দোলনে নেমেছে ত্রিপুরা মাহিষ্য সমিতি। প্রথমত ডেপুটেশন প্রদান করে দাবি পূরণের দাবি তুলেছে সমিতি। শুক্রবার প্রতিটি মহকুমা শাসকের মাধ্যমে আট দফা দাবি সনদ পেশ করা হয় তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর উদ্দেশ্যে। সারা রাজ্যের সঙ্গে এদিন বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তীর হাতে দাবি সনদ পেশ করেন মাহিষ্য সমিতির এক প্রতিনিধি দল। আট দফা দাবি গুলো হলো আট লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক পারিবারিক আয় থাকলে ছাত্র ছাত্রীদের স্টাইপেন্ড প্রদান। স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের বৃত্তি রাশি বৃদ্ধি করা। এসসি সার্টিফিকেট না থাকলে পিতার সার্টিফিকেটের ওপর ভিত্তি করে স্টাইপেন্ড প্রদান। উচ্চ শিক্ষা ঋণের পরিমান বৃদ্ধি করা। তপশিলি জাতি সম্প্রদায়ের সংরক্ষণ হার বৃদ্ধি করা। ৭৫ শতাংশ ভর্তুকীতে কৃষি যন্ত্রপাতি প্রদান ইত্যাদি।
113
previous post