প্রতিনিধি, বিশালগড় , ২২ ডিসেম্বর ।। আর কয়েকমাস বাদেই লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়বে। শুরু হয়েছে রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি প্রশাসনিক প্রক্রিয়া। সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের লোকসভা নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অঙ্গ হিসেবে শুক্রবার সকালে সিপাহীজলা জেলাশাসকের কনফারেন্স হলে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সেক্টর অফিসারদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্রামগঞ্জ স্হিত জেলাশাসক অফিসের কনফারেন্স হলে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার ভারপ্রাপ্ত জেলা শাসক জয়ন্ত দে, সিপাহীজলা জেলার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারীক সুমন রক্ষিত, ডেপুটি কালেক্টর নরেন্দ্র রিয়াং, ডেপুটি কালেক্টর, সুমন দেবনাথ, মানিক চাকমা সহ অন্যান্যরা। ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে সেক্টর অফিসারদের নিয়ে এক দিবসীয় কর্মশালায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের দায়িত্বপ্রাপ্ত সেক্টর অফিসারদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
119
previous post
মোহনপুরে ৫২ জন ভোটার বিজেপিতে
next post