
প্রতিনিধি, উদয়পুর :-
বৃহস্পতিবার সকাল ১১ টায় উদয়পুর টাউন হলে উদয়পুর পৌর পরিষদ ভিত্তিক যুব উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয় । প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পরিকল্পনা এবং সমন্বয় দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন , ভারপ্রাপ্ত জিলা সভাধিপতি দেবল দেবরায়, পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রমূখ । একই সাথে এই দিন দুপুর ১২:০০ টায় টেপানিয়া ব্লকের অন্তর্গত টেপানিয়া কলোনী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ব্লক ভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হয় । যুব উৎসবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা , ব্লকের ভিডিও দিব্যশ্রী দাশগুপ্তা সহ প্রমূখ । এই দুইটি যুব উৎসবের অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মন্ত্রী বলেন , সময়ের সঙ্গে সঙ্গে এবং ভবিষ্যৎ পরিকল্পনা ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাচ্ছে বিভিন্ন দিক দিয়ে । খেলাধুলার পাশাপাশি দেশের বিভিন্ন সামগ্রিক শক্তিকে একসাথে করে যুবশক্তিকে গড়ে তোলা হয়েছে। যা এই দেশকে আরো মজবুতভাবে গড়ে তুলতে কাজ করবে আগামী দিনে । এই দেশ কে আরো শক্তিশালী করতে গেলে স্থানীয় সমস্ত কিছুকে অগ্রাধিকার দিতে হবে । সেই সাথে দেশীয় উৎপাদনকে আরো বেশি করে গুরুত্ব দিতে হবে । উদ্বোধনী ভাষণ শেষে মন্ত্রী ঘুরে দেখেন বিভিন্ন সরকারি স্টল থেকে শুরু করে বেনিফিশারিদের নিজস্ব তৈরি করা বহু কাপড় ও সবজি । যা দেখে আপ্লুত মন্ত্রী । এদিন এই দুটি যুব উৎসবে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে গ্রামীন এলাকার মহিলা ও পুরুষদের উপস্থিতি ছিল সাড়া জাগানো ।