
ধর্মনগর
বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বোচ্চ হারিয়ে অসহায় হয়ে পড়েছে বাড়ির মালিক । ঘটনা ধর্মনগর মহকুমার পূর্ব হাফলং ৬ নং ওয়ার্ড এলাকায়। জানা যায় গতকাল বুধবার গভীর রাতে আগরতলা কন্ট্রোল রুম থেকে খবর আসে ধর্মনগর দমকল বিভাগে পূর্ব হাফলঙ্গে এক বিধ্বংসী অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা। দীর্ঘ এক ঘণ্টা তৎপরতার সঙ্গে দমকলকর্মীরা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বিভাগের কর্মীরা জানিয়েছেন আগুনের বীভৎসতা খুব বেশি হওয়ায় সময় বেশি লেগেছে এবং বাড়ি সহ বাড়ির পাশে থাকা একটি পোল্ট্রি ফার্ম পুড়ে ভস্সীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। এছাড়াও বাড়ির মালিক বাবুল নাথ জানিয়েছেন নগদ ২ লক্ষ টাকা সহ বেশ কিছু স্বর্ণালংকার ,সেলাই মেশিন সহ অন্যান্য আসভাব সামগ্রী পুড়ে ভস্সীভূত হয়ে যায়। দমকল কর্মীদের অনুমান সম্ভবত শর্ট সার্কিট থেকে এই অগ্নি সংযোগ ঘটেছে। অবশ্য পরবর্তী সময়ে তদন্তক্রমে ঘটনার সঠিক রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। বর্তমানে পরিবারটি সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছে।