
প্রতিনিধি কৈলাসহর:-কৈলাসহর পুর পরিষদ এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার পুর পরিষদ ভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে ঊনকোটি কলাক্ষেত্রে।সম্মিলিতভাবে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়,ভাইস চেয়ারপারসন নীতিশ দে, জেলা পরিষদের সহকারী সভাপতি শ্যামল দাস,তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা বিশ্বজিত দেব, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের আধিকারিক অর্জুন দেবনাথ ও সমাজসেবী সিদ্ধার্থ দত্ত।আজকের এই যুব উৎসবে পুর এলাকার ১৭ টি ওয়ার্ড থেকে ৩০০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেছেন লোকনৃত্য লোকগীতি ও আকস্মিক বক্তৃতা ইত্যাদি প্রতিযোগিতায়।১৫ থেকে ২৯ বছরের মধ্যে যুবক-যুবতীরা আজকের প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হয়েছেন আগামী ৩০শে নভেম্বর জেলা ভিত্তিক যুব উৎসব এ অংশগ্রহণ করবেন।এই জেলাভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হবে শ্রীরামপুরের স্বামী বিবেকানন্দ হলে।