179
ধর্মনগর প্রতিনিধি।
ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে আজ ধর্মনগর টাউন কালীবাড়িতে আগামীকাল চন্দ্রয়ান ৩ এর সফল ল্যান্ডিং কামনার্থে গোটা উত্তর ত্রিপুরা জেলার যুব মোর্চার কার্যকর্তারা পূজো দেয়, এবং সকল যুব সমাজের কাছে আবেদন জানায় আগামীকালের ঐতিহাসিক দিনের সাক্ষী হতে আগামীকাল সন্ধ্যা ৫:৩০ ঘটিকায় ধর্মনগর টাউন কালি বাড়ির সামনে উপস্থিত থাকার জন্য।
উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি Joyjit Sharma, সাধারণ সম্পাদক Kishan Chakraborty, সম্পাদক Bishwarik Bhattacharjee, BJP সাধারণ সম্পাদক Sumit Dey মহোদয় ও অন্যান্যরা।