Home » দীর্ঘ সমস্যার সফল বাস্তবায়নে টার্সিয়ারি সেন্টারের উদ্বোধন কৈলাসহরে

দীর্ঘ সমস্যার সফল বাস্তবায়নে টার্সিয়ারি সেন্টারের উদ্বোধন কৈলাসহরে

by admin

প্রতিনিধি কৈলাসহর:-কৈলাসহর পুর পরিষদের ব্যবস্থাপনায় নির্মিত টারসিয়ারি বা বর্জ্য পৃথকীকরণ সেন্টারের আজ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে কৈলাসহর কুমারঘাট রোডে। প্রায় এক কোটি ৪৯ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত এই বর্জ্য পৃথকীকরণ সেন্টার উদ্বোধনের মাধ্যমে কৈলাসহর বাসীর দীর্ঘ সমস্যার সমাধান হয়েছে।এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস, পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়,ভাইস চেয়ারপারসন নীতিশ দে, মহকুমা শাসক প্রদীপ সরকার,জলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান শিল্পী সরকার এবং কৈলাশহর পুর পরিষদের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রাষ্ট্রীয় সংগঠন সংস্কার ভারতীর শিল্পীরা।মূলত ন্যাশনাল গ্রীন ট্রাইবুনালের নির্দেশ অনুযায়ী সারা দেশের সাথে বর্জ্য পৃথকীকরণ ও রিসাইকেলিং করার উপর গুরুত্বারোপ করেছে কৈলাসহর পুর পরিষদ। পচনশীল বস্তু থেকে সার এবং প্লাস্টিক গুলোকে পৃথকীকরণ করে বাইরে পাঠানো হলে রিসাইকেলিং এর মাধ্যমে রি ইউজ করা হবে।এর ফলে রেভিনিউ বাড়বে পুর কর্তৃপক্ষের।অনুষ্ঠান শেষে ফলক উন্মোচন এর মাধ্যমে এই বৃহৎ আকারের তৈরি টার্সিয়ারি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়।

You may also like

Leave a Comment