প্রতিনিধি কৈলাসহর:-ছোটবেলা থেকেই ছবি আঁকার সাথে সখ্যতা।মনের রং আর মননের চর্চার মাধ্যমে ছবি জীবন্ত হয়ে উঠে শিল্পীর তুলিতে।সেভাবেই শিক্ষার আলোকবর্তিকা প্রজ্জ্বলিত হয়েছে এই মেধাবীর মননে।কৈলাসহর রাধাকিশোর ইনস্টিটিউশনের ছাত্র সায়ন্ত বিশ্বাস এবছর উচ্চ মাধ্যমিকে দর্শন শাস্ত্রে ৯৭ নম্বর পেয়ে গোটা রাজ্যে দ্বিতীয় হয়েছে।যে রাজ্যের বুকে প্রথম হয়েছে মন্তোষ গোপ তার প্রাপ্ত নম্বর ৯৮ সেও এই স্কুলের-ই ছাত্র।ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সায়ন্ত রাষ্ট্রবিজ্ঞানে ৯৫ এবং বাংলায় ৯৩ পেয়েছে।৫টি সাবজেক্টের মধ্যে সংস্কৃতে লেটার মার্ক পেলেও বাকি তিনটি বিষয়ে স্টার পেয়েছে সে।রাধা কিশোর ইনস্টিটিউশনে এবারের ফলাফলে গৌরবময় অবস্থানে রয়েছে সায়ন্ত। আগামীতে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স দিয়ে কৈলাশহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে পড়তে চায় সে।পাশাপাশি আগামীর লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে সে জানায় পলিটিক্যাল সাইন্স নিয়ে পিজিটি করে শিক্ষকতার পেশায় নিয়োজিত হতে।পড়াশোনার পাশাপাশি চিত্রশিল্পী হিসেবেও সুনাম রয়েছে সায়ন্ত বিশ্বাসের।বিশেষ করে প্রতিকৃতি মূলক ছবি তাকে অনেক সম্মান উপহার দিয়েছে।২০২৪ সালে কলা উৎসবে ত্রিপুরা থেকে জয়ী হয়ে জাতীয় স্তরে ত্রিপুরার প্রতিনিধি হয়ে রাজ্যকে রিপ্রেজেন্ট করেছিল।২০২৫ সালে ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড ফর আর্ট এন্ড ক্রিয়েটিভিটি এই বিশেষ শিরোপা অর্জন করেছিল সে।যা অনলাইন কম্পিটিশন হয়েছিল।সায়ন্তের দর্শনশাস্ত্রে এই ব্যতিক্রমী সাফল্যের জন্য তার পরিবারের পাশাপাশি গর্বিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও।
12