Home » গন্ডাছড়ার প্রত্যন্ত এলাকায় অ্যাম্বুলেন্স পরিষেবা চালু, বিধায়ক উন্নয়ন তহবিল থেকে মানুষের জন্য মানবিক উদ্যোগ

গন্ডাছড়ার প্রত্যন্ত এলাকায় অ্যাম্বুলেন্স পরিষেবা চালু, বিধায়ক উন্নয়ন তহবিল থেকে মানুষের জন্য মানবিক উদ্যোগ

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ২২মে:- গন্ডাছড়া মহকুমার সাধারণ মানুষের জন্য এক উল্লেখযোগ্য পরিষেবা চালু হলো বৃহস্পতিবার। ৪৪ রাইমাভ্যালী বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং তাঁর বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ৯ লক্ষ ২৯ হাজার টাকা ব্যয়ে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন জগবন্ধু পাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে। এই অ্যাম্বুলেন্সটি গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত এলাকাগুলির সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিন এই উপলক্ষে গন্ডাছড়া মহকুমা শাসকের অফিস প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পতাকা নেড়ে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং। তাঁর এই মানবিক উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মধ্যে এক বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গন্ডাছড়া মহকুমা শাসক চন্দ্র জয় রিয়াং, ডিসিএম দিলীপ দেববর্মা, জগবন্ধু পাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এমওআইসি, সমাজসেবী ক্ষত্রজয় রিয়াং, হরিশ দেববর্মা সহ বিশিষ্টজনেরা। সবাই বিধায়িকার এই উদ্যোগের প্রশংসা করেন এবং একে সাধারণ মানুষের জন্য একটি কল্যাণময় পদক্ষেপ বলে অভিহিত করেন।
বিধায়িকা জানান, এই অ্যাম্বুলেন্স পরিষেবা গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের জরুরি চিকিৎসা ক্ষেত্রে সহায়তা করবে। এর ফলে রোগীদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে পৌঁছানো সম্ভব হবে এবং অনেকের জীবন রক্ষা পাবে।
এই উদ্যোগকে ঘিরে এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে। সাধারণ মানুষ বিধায়িকার এই উদ্যোগে খুশি এবং কৃতজ্ঞ। তাঁরা আশাবাদী, আগামী দিনেও এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। স্বাস্থ্যক্ষেত্রে এ ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের জন্য এক আশার আলো হয়ে উঠছে।

You may also like

Leave a Comment